corona virus btn
corona virus btn
Loading

২০১৯-এর জন্য তৈরি মোদির নতুন টিম, সম্পূর্ণ হল শপথ

২০১৯-এর জন্য তৈরি মোদির নতুন টিম, সম্পূর্ণ হল শপথ

২০১৯-এর জন্য তৈরি মোদির নতুন টিম, সম্পূর্ণ হল শপথ

  • Share this:

 #নয়াদিল্লি: ২০১৯ লোকসভা ভোটের আগে মন্ত্রিসভায় রদবদল সম্পূর্ণ ৷ মোদির মন্ত্রিসভায় ৯ নতুন মুখ আর অন্যদিকে চারজনের পদোন্নতি ৷ নয় নতুন মন্ত্রীর মধ্যে মন্ত্রক বাঁটোয়ারা পরে করা হবে বলে খবর ৷ তবে উল্লেখ্য এরা সকলেই বিজেপির ৷

২০১৯-এ লোকসভা ভোটের আগে মন্ত্রিসভায় বড়সড় রদবদল করলেন মোদি। মন্ত্রিসভায় নতুন প্রতিমন্ত্রী হলেন নয়জন। চার প্রতিমন্ত্রীর পদোন্নতি হয়েছে। পূর্ণমন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান, পীষূষ গোয়েল, নির্মলা সীতারমন ও মুক্তার আব্বাস নকভি।

নতুন প্রতিমন্ত্রী হলেন শিবপ্রতাব শুক্লা, অশ্বিনীকুমার চৌবে, বীরেন্দ্র কুমার, অনন্ত কুমার হেগড়ে, রাজকুমার সিং, হরদীপ সিং পুরী, গজেন্দ্র সিং শেখাওয়াত, সত্যপাল সিং ও আলফনস কন্ননথনম। রাষ্ট্রপতি ভবনের অশোক হলে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ​

গত ৩ বছরে ৩ বার রদবদল হয়েছে মোদির মন্ত্রিসভায় ৷ ২০১৯ লোকসভা নির্বাচনের আগে শেষবার রদবদল হবে রবিবার ৷ আগামী লোকসভা নির্বাচনের আগে ফাঁকফোকর ঢাকতে তৎপর প্রধানমন্ত্রী ৷ মন্ত্রীদের কাজের খতিয়ান দেখতে বেসরকারি এজেন্সিকে বরাত দেওয়া হয় ৷ মন্ত্রীদের কাজ দেখেই দফতর বন্টন ও রদবদল করা হল ৷

First published: September 3, 2017, 12:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर