#কলকাতা: পরিবারতান্ত্রিক দলগুলি গণতন্ত্রের পক্ষে চিন্তার কারণ৷ এ দিন সংবিধান দিবসের অনুষ্ঠানে সংসদে দাঁড়িয়ে কংগ্রেস সহ বিরোধীদের এ ভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Attacks Congress)৷ এর পাশাপাশি ২০০৮ সালে মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদেরকেও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী৷
নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, 'সংবিধানে বিশ্বাস রাখেন যাঁরা, তাঁদের জন্য পরিবারতান্ত্রিক দলগুলি চিন্তার কারণ৷ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সব পরিবারতান্ত্রিক দলগুলির দিকে তাকিয়ে দেখুন৷ এটা গণতন্ত্রের ভাবনার পরিপন্থী৷'
আরও পড়ুন: বিজেপি, আরএসএস-এর নেতারা আসবেন না! মেয়ের বিয়ের কার্ডে লিখে দিলেন বাবা
কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী আরও বলেন, 'পরিবারের জন্য, পরিবারের দ্বারা পরিচালিত দল...আমার কি আর কিছু বলার প্রয়োজন আছে?' এর পরেই নরেন্দ্র মোদির সংযোজন, 'যদি প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি পরিবারই গোটা দলকে পরিচালনা করে, তাহলে সেটাই স্বাস্থ্যকর গণতন্ত্রের জন্য সবথেকে বড় বিপদের কারণ৷'
আরও পড়ুন: ত্রিপুরায় প্রহসনের ভোট, পুনর্নির্বাচনের দাবিতে জোটবদ্ধ TMC-বাম এবার সুপ্রিম কোর্টে
প্রধানমন্ত্রী দাবি করেন, রাজনৈতিক দলগুলি নিজেদের গণতান্ত্রিক অভ্যাস থেকে সরে আসলে সংবিধানের প্রকৃত উদ্দেশ্য সাধন হয় না৷ সংবিধান দিবসের এই অনুষ্ঠান এ দিন বয়কট করেছিল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি৷ সম্ভবত সেই কারণেই কংগ্রেস সহ বিরোধীদের উদ্দেশে আরও তোপ দাগেন প্রধানমন্ত্রী৷
#WATCH | Party for the family, by the family...do I need to say more? If a party is run by one family for many generations, then, it isn't good for a healthy democracy, says PM Modi during an address at the Parliament on #ConstitutionDay pic.twitter.com/q1t2UqI0Pm
— ANI (@ANI) November 26, 2021
কংগ্রেস সহ বিরোধীরা অবশ্য একদিন আগে থাকতেই এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল৷ কংগ্রেসের আনন্দ শর্মা বলেছিলেন, 'বিজেপি ক্রমাগত সাংবিধানিক অধিকারের উপরে আক্রমণ করছে৷ আমরা পরিষ্কার করে জানাতে চাই যে শুধু বিরোধীদের আমন্ত্রণ করে চুপ করে বসিয়ে রাখলে চলবে না৷' তৃণমূল সূত্রে জানানো হয়েছে, তাদের দলের কোনও সাংসদই এই মুহূর্তে দিল্লিতে নেই৷ তাই অনুষ্ঠানে অংশ নেওয়াও সম্ভব হয়নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Narendra Modi