#দিল্লি: করোনার আরও একটি ঢেউকে (Covid 19 Third Wave) সফল ভাবে সামাল দিয়েছে ভারত৷ দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi's speech at World Economic Forum)৷
তাঁর দাবি, চরম সতর্কতা এবং সাবধানতার জন্যই ভারত এই অতিমারি পরিস্থিতির মধ্যেও অর্থনৈতিক বৃদ্ধি জারি রেখেছে৷ ভারতের সাফল্য তুলে ধরার সঙ্গে সঙ্গেই শিল্পক্ষেত্রে বিশ্বের অগ্রণীদের ভারতে বিনিয়োগ করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ জোরের সঙ্গে প্রধানমন্ত্রী আরও দাবি করেন, ভারতের তরুণ প্রজন্ম এ দেশের শিল্প ক্ষেত্রকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে৷
আরও পড়ুন: জিম খোলায় ছাড়, শ্যুটিংয়েও কড়াকড়ি শিথিল, বিধিনিষেধ নিয়ে নতুন বিজ্ঞপ্তি রাজ্যের
বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আগামী জি-২০ শীর্ষ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ করোনা পরবর্তী সময়ে অর্থনীতি এবং সরবরাহ ব্যবস্থা কীভাবে চলবে, সেদিকেই আমরা লক্ষ্য রাখছি৷ করোনার এই কঠিন সময়ে ভারত দেশের আশি কোটি নাগরিককে বিনা পয়সা খাদ্য সরবরাহ করেছে৷ আমার দৃঢ় বিশ্বাস, ভবিষ্যতে বিশ্বের প্রত্যাশা পূরণে সফল হবে ভারত৷'
করোনা অতিমারির সময়ে বিজ্ঞানী এবং স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত পেশাদারদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, 'শক্তি এবং উৎসাহ নিয়ে ভারত এগিয়ে চলেছে৷ সম্প্রতি করোনা টিকার ১৬০ কোটি ডোজ প্রদান করার বিপুল লক্ষ্যমাত্রা পূরণ করেছি আমরা৷'
আরও পড়ুন: মমতার পথ অনুসরণ করে মোদিকে চিঠি দিলেন স্ট্যালিন
প্রধানমন্ত্রী জানান, ভারত স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে এবং বিশ্বকে একগুচ্ছ নতুন আশা উপহার হিসেবে দিয়েছে৷ নরেন্দ্র মোদি বলেন, 'ভাষা এবং সংস্কৃতির বিবিধতা শুধুমাত্র আমাদের শক্তি নয়, তা গোটা বিশ্বের শক্তি৷ ভারত গোটা বিশ্বের কাছে একগুচ্ছ আশা নিয়ে হাজির হয়েছে৷ যার মধ্যে অন্যতম গণতন্ত্রে আমাদের বিশ্বাস৷'
কর্পোরেট করের বোঝা কমানোর মতো পদক্ষেপ নিয়ে ভারত কীভাবে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করেছে, তাও তুলে ধরেন মোদি৷ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও ভারত যে অন্যতম বড় শক্তি হয়ে উঠেছে তাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ভারতে রেকর্ড সংখ্যক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে৷ ভারত বিশ্বের সরবরাহ ক্ষেত্রে কেন্দ্রস্থল হয়ে উঠছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷ বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সাক্ষর করার কথাও তুেল ধরেন তিনি৷
শুধুমাত্র ২০২১ সালেই ভারতে প্রায় ৬০ হাজার স্টার্ট আপ সংস্থা নথিভুক্ত হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ এই পরিসংখ্যান তুলে ধরে বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, 'ভারতের নতুন প্রজন্ম ব্যবসাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Covid ১৯, Narendra Modi