#নয়াদিল্লি: লোকসভা ভোট মিটেছে তাও মাস কয়েক হয়েছে পরপর ২বার বিপুল জন সমর্থন নিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার এইবার এনডিএ মোট আসন পেয়েছে ৩৫৩টি ৷ যার মধ্যে বিজেপির একারই আসন সংখ্যা ৩০৩টি ৷
তাই নতুন সাংসদদের সংখ্যা অনেকটাই বেশি ৷ নতুন বিজেপি সাসংসাদদের জন্য বিশেষ্ প্রশ্কিষণ শিবিরের আয়োজন করেছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব ৷ বিজেপির শীর্ষনেতা নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ প্রশিক্ষণ দেবে ৷ সংসদে ৩ ও ৪ অগাস্ট লোকসভার ৩০৩ ও রাজ্যসভার ৭৮ জন সাংসদকে প্রশিক্ষণ দেওয়া হবে ৷
প্রশিক্ষণের মূল বিষয়বস্তু সংসদীয় আচরণ ও জনসংযোগ ৷ সংসদের লাইব্রেরি বিল্ডিং-এ প্রশিক্ষণ দেওয়া হবে ৷ প্রশিক্ষণ শিবিরের নাম অভ্যাসবর্গ ৷