#নয়াদিল্লি: ৭৪তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৭টা ১৮ মিনিটে তিনি লালকেল্লায় পৌঁছন৷ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বললেন, করোনা যুদ্ধে ভারত জিতবেই৷ দেশ আত্মবিশ্বাসী৷
এই নিয়ে টানা ৭ বার স্বাধীনতা দিবসে ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদি৷ এর আগে প্রায় প্রতিটি স্বাধীনতা দিবসের ভাষণেই কোনও বড় ঘোষণা করেছেন মোদি৷ এবছর করোনা ভাইরাস সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা ও দেশকে করোনা মুক্ত করার ডাক দিলেন মোদি৷
প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধির স্মৃতিশৌধে শ্রদ্ধা জানান মোদি৷ তারপর ৭টা ১৮ মিনিটে লালকেল্লায় পৌঁছন৷ সেখানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীকে স্বাগত জানান৷ সেনার তিন বাহিনী ও দিল্লি পুলিশ প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিয়েছে৷
I agree that there are lakhs of challenges for Aatmanirbhar Bharat & they increase if there is global competitiveness. However, if there are lakhs of challenges then the country also has power which gives crores of solutions, my countrymen who give us the strength of solution: PM pic.twitter.com/Dulut3vkwx
৭টা ২৮ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন৷ তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের চতুর্থ প্রধানমন্ত্রী যিনি টানা সাতবার স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন৷ এর আগে টানা ১৬ বার স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার রেকর্ড রয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর৷ ইন্দিরা গান্ধি ১১ বার ভাষণ দিয়েছেন৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ১০ বার৷