হোম /খবর /দেশ /
মাঝরাতে বাড়ি বাড়ি গিয়ে কলিং বেল বাজাচ্ছেন নগ্ন মহিলা! আতঙ্ক রামপুরে

Naked woman in Uttar Pradesh: মাঝরাতে বাড়ি বাড়ি গিয়ে কলিং বেল বাজাচ্ছেন নগ্ন মহিলা! রামপুরে আতঙ্ক, কিনারা করল পুলিশ

এ ভাবেই এক মহিলাকে মাঝরাতে বাড়ির দরজায় দরজায় দেখা যাচ্ছে৷ Photo VoiceAllahabad

এ ভাবেই এক মহিলাকে মাঝরাতে বাড়ির দরজায় দরজায় দেখা যাচ্ছে৷ Photo VoiceAllahabad

  • Share this:

রামপুর: মাঝরাতে বাড়ির দরজায় দরজায় ঘুরছেন এক নগ্ন মহিলা৷ প্রতিটি বাড়ির সদর দরজায় গিয়ে কলিং বেল বাজাচ্ছেন তিনি৷ এমনই এক রহস্যময় মহিলাকে নিয়ে আতঙ্ক ছড়ালো উত্তর প্রদেশের রামপুরে৷ মাঝরাতে বাড়ি বাড়ি গিয়ে মহিলার বেল বাজানোর ছবি সিসিটিভি-তে ধরাও পড়ে৷

শেষ পর্যন্ত অবশ্য এই রহস্যের কিনারা করেছে পুলিশ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন৷ তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে৷

আরও পড়ুন: মায়ের প্রেমিকের লালসার শিকার ৩ বছরের শিশুকন্যা, ঘটল চরম পরিণতি

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, 'মালিক শহরে এক নগ্ন মহিলার ঘুরে বেড়ানোর ঘটনাকে কেন্দ্র করে রহস্য ছড়িয়েছিল৷ ওই মহিলার মানসিক সমস্যা রয়েছে এবং পাঁচ বছর ধরে বরেলি জেলায় তাঁর চিকিৎসাও চলছে৷' পুলিশের পক্ষ থেকে ওই মহিলার পরিবারকে তাঁর উপরে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: ছাত্রীদের থেকে গল্পোচ্ছলে শুনে নিলেন স্কুলের অনিয়মের গল্প! তার পর যা সিদ্ধান্ত নিলেন জেলা কালেক্টর...

একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরি না করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে৷

পুলিশের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে, 'যদি ওই মহিলাকে কোথাও কেউ দেখতে পান, তাহলে সবার কাছে অনুরোধ আগে ওনাকে কাপড় দিন৷ পাশাপাশি নিকটবর্তী থানাতেও খবর দিন৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Uttar Pradesh, Viral photo