সাঁতার শিখতে ঠিক কতদিন সময় লাগে? উত্তরটা হতে পারে মাত্র ১৫ মিনিট। হ্যাঁ, ঠিকই তাই। কোনও দুপুরে বসে খাওয়াদাওয়া করতে যতটা সময় লাগে, হয়তো তার থেকেও কম সময়ে শিখে ফেলা যায় সাঁতার।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও এভাবেই ১৫ মিনিটে সাঁতার শিখিয়ে দেন রাজস্থানের মের্তার এক যুবক। জানা গিয়েছে রাজকুমার দাহিয়া নামে ওই যুবক নিজে খুব ছোটবেলায় সাঁতার শিখেছিলেন। এখন এলাকার সমস্ত শিশুকে তিনি সাঁতার শেখান। তাও বিনামূল্যে। মাত্র ১৫ মিনিট সময়ে যেকোনও মানুষকে সাঁতার শিখিয়ে দিতে পারেন রাজকুমার।
কিন্তু কেন এভাবে বিনামূল্যে সাঁতার শেখান তিনি?
রাজকুমার দাহিয়া জানান, ছোটবেলার একটি ঘটনা তাঁকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর থেকেই তিনি মনস্থ করেন, সকলকে সাঁতার শিখিয়ে দিতে হবে।
রাজকুমার বলেন, ‘আমি মাত্র পাঁচ বছর বয়সে সাঁতার শিখে ফেলেছি। আমাকে সাঁতার শিখিয়েছিলেন আমার কাকা। তখন থেকেই জলে দাপিয়ে বেড়াই। কিন্তু আমার যখন ১৫ বছর বয়স, তখন আমাদের পাশের গ্রাম দাগাবাসে একটি শিশু জলে ডুবে মারা যায়। সেই মর্মান্তিক ঘটনা আজও ভুলতে পারিনি আমি।’
আরও পড়ুন- CBI-ED জিজ্ঞাসাবাদ প্রসঙ্গ! অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
আরও পড়ুন- AC, কুলারের প্রয়োজন নেই! একটুকরো বরফই করে দেবে আপনার ঘর ঠান্ডা, জানুন কীভাবে
নিজের ১৫ বছর বয়সে যে মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছিল রাজকুমারের, সেই থেকেই তিনি প্রতিজ্ঞা করেন সকলকে সাঁতার শেখাতে হবে। আর কোনও শিশুর যেন এরকম পরিণতি না হয়। সেই থেকেই তিনি সাঁতার শেখাতে শুরু করেন সকলকে। একেবারে বিনামূল্যে।
আধুনিক শহরগুলিতে নানা রকম আধুনিক কৌশলে সাঁতার শেখানো হয়। কিন্তু রাজকুমার সাঁতার শেখান একেবারে প্রথা মেনে। স্থানীয় পুকুর বা বাওরে শিশুদের সাঁতার শেখান রাজকুমার। তাঁর পরিচালিত একটি সংস্থাও রয়েছে, যা ‘মীরা সাঁতারু সমিতি’ নামে পরিচিত।
রাজকুমার জানান, শুধু শিশুদের নয়ষ তিনি সব বয়সের মানুষকে সাঁতার শেখান। ১০ থেকে ৬০ বছর বয়সী নানা স্তরের মানুষ তাঁর কাছে সাঁতার শেখেন। এখন পর্যন্ত তিনি ৩ হাজারের বেশি মানুষকে সাঁতার শেখাচ্ছেন। তাঁর দাবি, সাঁতার শেখার পদ্ধতি ভাল ভাবে বুঝতে পারলে ১৫ মিনিটে সাঁতার শিখে ফেলা যায়।
কিন্তু কেউ যদি বুঝতে দেরি করেন?
রাজকুমার জানান, তাতেও সাঁতার শিখতে সময় লাগতে পারে সর্বোচ্চ মাত্র এক ঘণ্টা। রাজকুমার বলেন, ‘আমার ছাত্র অনেক সাঁতারু তো জলের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা থাকে। এমনকী ওরা জলে শুয়েও থাকতে পারে।’ এটা শুধু কথার কথা নয়। রাজকুমারের শিষ্য অঙ্কিত শর্মা ২০১৪ সালে ১.৩৫ মিনিট জলে শুয়ে এই রেকর্ড করেছিলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।