হোম /খবর /দেশ /
নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু! আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

PM Modi on Nadia Road Accident: নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু! আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

PM Modi on Nadia Road Accident

PM Modi on Nadia Road Accident

ত ও আহতদের পরিবারের জন্য আর্থিক অনুদানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Nadia Road Accident)।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: গভীর রাতে হাঁসিখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা (Nadia Hanskhali Road Accident)। দুর্ঘটনার কবলে শববাহী লরি। যার জেরে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ১৭ জনের, আহত একাধিক। শনিবার উত্তর ২৪ পরগনার পারমদন এলাকা থেকে এক বয়স্ক মহিলার দেহ সৎকার করার জন্য নবদ্বীপে নিয়ে যাওয়া হচ্ছিল। নদিয়ার (Nadia Hanskhali Road) হাঁসিখালির ফুলবাড়িতে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরি মুখোমুখি ধাক্কা মারে গাড়িটির। নদিয়ার এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Modi on Nadia Road Accident)। মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক অনুদানের ঘোষণা করেছেন তিনি (PM Modi on Nadia Road Accident)।

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, 'পশ্চিমবঙ্গের নদিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের নিকট-আত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।' ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আগেই তিনি শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, 'পশ্চিমবঙ্গের নদিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত।' মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী, তাঁর আশা, দুর্ঘটনায় আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিতে করে মৃতদেহ দাহ করতে নবদ্বীপের শ্মশানে যাচ্ছিলেন অন্তত ৩৫ জন। রাত দু'টো নাগাদ হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে ফুলবাড়ির কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে গিয়ে এই লরিটি সোজা গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে কলকাতায় পাঠানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন: ১৭ জনের মৃত্যু! হাঁসিখালিতে মারাত্মক দুর্ঘটনা, শ্মশান যাত্রাতেই সব শেষ...

আরও পড়ুন: ত্রিপুরায় 'বিরল রাজনৈতিক ঘটনা'র সাক্ষী রাজীব বন্দ্যোপাধ্যায়! শপথ নিলেন ঢালাও উন্নয়নের

অপরদিকে, নদিয়ার হাঁসিখালির পথ দুর্ঘটনায় মোদির পাশাপাশি শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবাররের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'নদিয়ার পথ দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কঠিন সময় ভগবান তাঁদের সকলের সহায় হন। রাজ্য সরকার সকলের পাশে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফে।'

Published by:Raima Chakraborty
First published:

Tags: Accident, Nadia, Nadia news, PM Modi