হোম /খবর /দেশ /
কথা কম, কাজ বেশি! ভারতীয় হকির সাফল্যে ফের প্রমাণ করলেন নবীন পট্টনায়েক

Nabin Patnaik gets credit for supporting Hockey: কথা কম, কাজ বেশি! ভারতীয় হকির সাফল্যে ফের প্রমাণ করলেন নবীন পট্টনায়েক

হকিতে সাফল্যের কৃতিত্ব নবীন পট্টনায়কেরও৷ Photo-Twitter

হকিতে সাফল্যের কৃতিত্ব নবীন পট্টনায়কেরও৷ Photo-Twitter

৭৪ বছর বয়সি নবীন পট্টনায়েক (Nabin Patnaik) নিজে একসময় হকি খেলতেন৷ দুন স্কুলে পড়ার সময় স্কুলের হকি দলের গোলকিপার ছিলেন তিনি (Indian Hockey at Tokyo Olympics) ৷

  • Last Updated :
  • Share this:

#ভুবনেশ্বর: অলিম্পিক্সের ইতিহাসে প্রথম বার সেমিফাইনালে পৌঁছেছে ভারতের মহিলা হকি দল৷ দীর্ঘ দিন পর পুরুষ হকি দলও অলিম্পিক্সে পদক জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে৷ বিশ্বের সেরা ক্রীড়া মঞ্চে ভারতীয় হকির এই সাফল্যের জন্য খেলোয়াড়, প্রশিক্ষকদের পাশাপাশি দেশের একজন মুখ্যমন্ত্রীকে কৃতিত্ব দিচ্ছে সোশ্যাল মিডিয়া৷ তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ কারণ গত কয়েক বছর ধরেই ভারতীয় পুুরুষ এবং মহিলা হকি দলের স্পনসর ওড়িশা সরকার৷

পুরুষদের পাশাপাশি ভারতীয় মহিলা দলও সেমি ফাইনালে পৌঁছনোয় স্বভাবতই দারুণ খুশি নবীন পট্টনায়েক৷ একটি ভিডিও বার্তায় অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য ভারতের মেয়েদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ নবীন পট্টনায়েক ট্যুইটারে লেখেন, 'ভারতীয় মহিলা হকি দল যে অলিম্পিক্সের ইতিহাসে প্রথম বার সেমি ফাইনালে পৌঁছেছে, তা গোটা দেশের জন্য দারুণ গর্বের বিষয়৷ ওড়িশা যে ২০১৪ সাল থেকে ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দলের পাশে আছে, এটা ভেবেও আমাদের রাজ্যের মানুষ গর্বিত৷ ' ভিডিও বার্তাতেও ভারতীয় মহিলা দলকে উজ্জীবিত করে পরের সেমি ফাইনাল ম্যাচের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী৷

৭৪ বছর বয়সি নবীন পট্টনায়েক নিজে একসময় হকি খেলতেন৷ দুন স্কুলে পড়ার সময় স্কুলের হকি দলের গোলকিপার ছিলেন তিনি৷ ভারতীয় হকি দলের পাশে থাকার জন্য নবীন পট্টনায়েককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিজেপি-র কর্ণাটকের সাংসদ প্রতাপ সিম্বা৷ তিনি ট্যুইটারে লেখেন, 'ভারতীয় হকির মেন্টর হয়ে পাশে থাকার জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ধন্যবাদ৷' বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সাল থেকে ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দলের স্পনসর ওড়িশা সরকার৷ এখনও পর্যন্ত এই বাবদ ১৫০ কোটি টাকা খরচ করেছে তারা৷ ভারতীয় হকি দলের জার্সিত ওড়িশার নাম থাকে৷

নবীন পট্টনায়েকের প্রশংসা করে প্রাক্তন আমলা অনিল স্বরূপ ট্যুইটারে লিখেছেন, 'নবীন পট্টনায়েক যা করেছেন তা দেখে আমি অবাক নই৷ এটাই ওনার রুটিন হয়ে গিয়েছে৷ তাঁর সমর্থনে ভারতীয় হকি কোথায় পৌঁছেছে তা স্পষ্ট৷ উনি কথা কম বলে কাজে করে দেখানোয় বিশ্বাসী৷ বাকিরা কি কিছু শিখবেন?' ওড়িশা সরকার যেভাবে ভারতীয় হকির পাশে ছিল, সেকথা উল্লেখ করে ট্যুইট করেছেন অভিনেতা এবং রাগবি খেলোয়াড় রাহুল বসুও৷ অলিম্পিক্সে ভারতীয় হকির সাফল্যের পর নবীন পট্টনায়েক ধন্যবাদ জানিয়েও অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন৷

শুধু হকি দলকে সমর্থনই নয়, পুরুষদের হকি বিশ্বকাপ, ওয়ার্ল্ড লিগ, প্রো লিগ, অলিম্পিক্সের যোগ্যতা অর্জনকারী ম্যাচ সহ হকির বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ভুবনেশ্বরে আয়োজন করতে সাহায্য করেছে ওড়িশা সরকার৷

ভারতে যেখানে ক্রিকেট নিয়েই যাবতীয় মাতামাতি, সেখানে ওড়িশার নাম তথাকিত ধনী রাজ্যগুলির তালিকায় না থাকলেও তারা যেভাবে হকির পিছনে পয়সা ঢেলেছে, তার প্রশংসাও করেছেন অনেকে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Indian Hockey Team