#এলুরু, অন্ধ্রপ্রদেশ: অজানা আতঙ্কে কাঁপছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার এলুরু। নাম না জানা এক অসুখ মানব দেহে সংক্রমণের কারণ হয়ে উঠেছে। কিছু দিন আগে খবর আসে এক রাতের মধ্যেই ২৯০ জন আক্রান্ত হয়েছেন এবং একজন মধ্যবয়সী মহিলার মৃত্যু ঘটেছে। সেই সংখ্যা ছাড়িয়ে আজ দাঁড়িয়েছে ৫৫০ জন।
অন্ধ্রের সরকার নিউ দিল্লির এইমস এবং হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ কেমিক্যাল টেকনোলজির সঙ্গে যোগাযোগ করেছেন যাতে তারা এই নতুন রোগ সম্পর্কে স্টাডি করেন। এইমস এবং আই.আই.সি.টি-এর বিশেষজ্ঞরা রোগীদের শারীরিক পরীক্ষা করতে গিয়েছিলেন অন্ধ্রতে।
৫ডিসেম্বর তাঁদের শরীরে কিছু হঠাৎই কম্পন শুরু হয়। বমি বমি ভাব, মাথা ব্যথা, শরীরে অস্বস্তি এবং মৃগী রোগের লক্ষণ গুলি দেখতে পাওয়া গিয়েছিল কিছু ক্ষণের জন্য। এ ভাবেই এক রাতের মধ্যে এলরু হাসপাতালে একে একে ভর্তি করতে হয় ২৯০ জনকে। মৃত্যু হয় ৪৫ বছরের এক মহিলার।