রাজস্থানের পর দিল্লির আকাশেও সন্দেহজনক বেলুন

ফের বেলুনের মতো একটি বস্তু দেখা গেল দিল্লি বিমানবন্দরের কাছে ৷ বুধবার বস্তুটি আকাশে উড়তে দেখতে পেয়ে বায়ুসেনাকে খবর দেয় বিমান কর্তৃপক্ষ ৷ এর ঠিক একদিন আগেই রাজস্থানে সন্দেহজনক একটি বেলুনাকৃতি বস্তু গুলি করে নামিয়েছিল ভারতীয় বায়ুসেনা ৷ সীমান্ত পেড়িয়ে রাজস্থানের বারমের অঞ্চলে ঢুকে আসে বস্তুটি ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: ফের বেলুনের মতো একটি বস্তু দেখা গেল দিল্লি বিমানবন্দরের কাছে ৷ বুধবার বস্তুটি আকাশে উড়তে দেখতে পেয়ে বায়ুসেনাকে খবর দেয় বিমান কর্তৃপক্ষ ৷ এর ঠিক একদিন আগেই রাজস্থানে সন্দেহজনক একটি বেলুনাকৃতি বস্তু গুলি করে নামিয়েছিল ভারতীয় বায়ুসেনা ৷ সীমান্ত পেড়িয়ে রাজস্থানের বারমের অঞ্চলে ঢুকে আসে বস্তুটি ৷

    বুধবার বিকেল ৫:০৫ নাগাদ গুরগাঁওয়ের এক বাসিন্দা আকাশ উড়তে থাকা সন্দেহজনক বস্তুটি দেখতে পায় ৷ সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশে ৷ খবর পেয়ে বায়ুসেনা ও এয়ার ট্রাফিক কন্ট্রোলে এই বিষয়টি জানানো হয়েছে ৷ আগে থেকে অ্যালার্ট জারি করায় বিমান চলাচলেও কোনও ব্যাঘাত ঘটেনি ৷ বিষয়টি খতিয়ে দেখছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷

    First published:

    Tags: Delhi Airport, Indian Air Force, Indira Gandhi International Airport, Mystery Balloon, Security Alert