#কোচি: সমুদ্রের বুকে কোনও দিন তাকে দেখা যায়নি৷ কিন্তু গুগল ম্যাপে কেরল উপকূলে সমুদ্রের মধ্যে ফুটে উঠছে এর রহস্যময় ছোট্ট দ্বীপের ছবি৷ আর এই অদৃশ্য দ্বীপকে নিয়েই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ গুগল ম্যাপের ছবি অনুযায়ী, অনেকটা কিডনির আকৃতির এই দ্বীপটি আয়তনে পশ্চিম কোচির প্রায় অর্ধেক৷ যদিও এখনও পর্যন্ত খালি চোখে তো বটেই, কোনও ম্যাপেও কোচি উপকূলের ওই অংশে এই ধরনের কোনও দ্বীপের দেখা মেলেনি৷
গুগল ম্যাপে ফুটে ওঠা এই রহস্যজনক দ্বীপকে নিয়ে বিশেষজ্ঞরাও রীতিমতো বিভ্রান্ত৷ তাঁদের অনেকের মতে, এই দ্বীপটি সম্ভবত জলের তলায় ডুবে রয়েছে৷ চেল্লানাম করশিখা ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটির তরফে বিষয়টি সর্বপ্রথম নজরে আনা হয়৷ ওই সংগঠনের তরফেই এই অদৃশ্য দ্বীপের কথা উল্লেখ করে কেরল বিশ্ববিদ্যালয়ের মৎস্য এবং সামুদ্রিক গবেষণা বিভাগকে চিঠি লেখা হয়৷ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে কেরল বিশ্ববিদ্যালয়ের মৎস্য এবং সামুদ্রিক গবেষণা বিভাগের সদস্যরা৷ অনেক দিন ধরে উপকূলবর্তী এলাকার ক্ষয় নিয়ে কাজ করছে৷
চেল্লানাম করশিখা নামে ওই সংগঠনটির সভাপতি জেভিয়ার জুলাপ্পন ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন, বালি জমে যে দ্বীপের মতো অংশ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে সমুদ্র উপকূলের ক্ষয় রোধ করা সম্ভব কি না, সেই সম্ভাবনা খতিয়ে দেখা হোক৷ এই দ্বীপ আকৃতির অংশ তৈরি হওয়ার কারণ কী, তার কারণ খুঁজে বের করা উচিত বলে দাবি করেছেন তিনি৷
তবে গুগল ম্যাপের ওই ছবিটুকু বাদ দিলে এই অদৃশ্য দ্বীপ সম্পর্কে এখনও কোনও তথ্যই সামনে আসেনি৷ ফলে ওই দ্বীপটির সন্ধান যতক্ষণ না মিলছে, ততক্ষণ সেটির গঠনের কারণও খুঁজে বের করা সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kerala