হোম /খবর /দেশ /
করোনার মধ্যেই অজানা সংক্রমণ! অন্ধ্রপ্রদেশে আক্রান্ত অন্তত ২০০! সন্ত্রস্ত দক্ষিণ.

করোনার মধ্যেই অজানা সংক্রমণ! অন্ধ্রপ্রদেশে আক্রান্ত অন্তত ২০০! সন্ত্রস্ত দক্ষিণ...

হাসপাতালে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন আরা।

হাসপাতালে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন আরা।

প্রত্যেকেরই উপসর্গ এক, গায়ে প্রবল ব্যথা, মাথাযন্ত্রণা ও বমিভাব। হঠাৎ করে এই অজানা উপসর্গ অন্ধ্র প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ ফেলছে।

  • Last Updated :
  • Share this:

#এলেরু: করোনার টিকা মেলেনি। এখনও দেশজুড়ে দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। তার মধ্যেই অশনিসংকেত এবার অন্ধ্রপ্রদেশে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের চমকে দিয়ে গতকাল থেকে কাতারে কাতারে হাসপাতালে জড়ো হচ্ছেন নানা বয়সের ব্যক্তি। প্রত্যেকেরই উপসর্গ এক, গায়ে প্রবল ব্যথা, মাথাযন্ত্রণা ও বমিভাব। হঠাৎ করে এই অজানা উপসর্গ অন্ধ্র প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ ফেলছে।

সূত্রের খবর, শনিবার সকাল থেকেই অন্ধ্রের পশ্চিম গোদাবরী জেলায় ত্যেকেরই উপসর্গ এক, গায়ে প্রবল ব্যথা, মাথাযন্ত্রণা ও বমিভাব। আতঙ্ক ছড়াতে থাকে এই অজানা রোগ। আক্রান্ত হয়েছেন অন্তত ২০০ জন। প্রত্যেকেই গায়ে-মাথায় ব্যথায় ভুগছিলেন। বেশ কয়ক জন সংজ্ঞাও হারিয়ে ফেলেন। পরিস্থিতি মোকাবিলায় অন্ধ্র প্রশাসন তড়িঘড়ি বিজয়ওয়াড়ায় একটি আপৎকালীন চিকিৎসাকেন্দ্র তৈরি করে। রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পরে তাদের এলেরু সরকারি হাসপাতাল স্থানান্তরিত করা হয়।

স্বাস্থ্যকর্মীদের উদ্বেগের মূল কারণ, এই শ দুয়েক মানুষ কোনও জমায়েতে অংশগ্রহণ করেননি। প্রত্যেকেই পশ্চিম গোদাবরীর এলেরু অঞ্চলের নানা প্রান্তের বাসিন্দা কিন্তু কেউই একে অন্যের সঙ্গে সম্পর্কিত নন। তাহলে কী ভাবে ছড়াল এই সংক্রমণ, সংক্রণের ধরনধারণ কী বুঝতে চেষ্টা করছেন অন্ধ্রের চিকিৎসকরা। স্বাস্থ্যমন্ত্রী আল্লা কালীকৃষ্ণ শ্রীনিবাস এদিন হাসপাতাল পরিদর্শন করেছেন। সংবাদমাধ্যমকে তিনি দানিয়েছেন, বেশিরভাগ রোগীর অবস্থাই এখন স্থিতিশীল।

Published by:Arka Deb
First published:

Tags: Andhra Pradesh