#মুম্বই: ‘আমরা শরীরে ওড়না জড়িয়ে দোতলা থেকে ঝাঁপ দিয়েছিলাম,’ উত্তর পূর্ব দিল্লির আল হিন্দ হাসপাতালে শুয়ে ভয়ানক অভিজ্ঞতার কথা বললেন হিংসা আক্রান্ত দিল্লির এক মহিলা৷ বুধবার রাতের ঘটনা মনে করলে এখনও বারবার শিউরে উঠছেন তিনি৷
‘আমি বাড়িতে ছিলাম যখন উন্মত্ত জনতা বাড়ির সামনে এসে হাজির হয়৷ আমি বাঁচতে চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা আমার মেয়ে আর আমার জামাকাপড় ধরে টানাটানি শুরু করল৷ টেনে ছিঁড়ে ফেলল জামা৷’ বলতে বলে কেঁদে উঠছিলেন মহিলা, কারওয়াল নগরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান তিনি৷
তিনি জানান, বিশাল সংখ্যায় মানুষ এসে তাঁদের তাড়া করেছিল৷ কিন্তু একটা সময়ে পিছু করতে করতে হামলাকারীরা হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে যায়৷ উনি তখন আয়ুব আহমেদের বাড়িতে আমি জায়গা পাই৷
‘আমি যখন আয়ুব আহমেদের বাড়ি যখন পৌঁছই, তখন উনি আমাদের খাবার খেতে দেন৷ তারপর আমাদের আহত অবস্থায় নিয়ে আনা হয় এআই হিন্দ হাসপাতালে৷ আমি চাইলেই আক্রমণকারীদের চিহ্নিত করতে পারি৷’
এমন নানা হামলার খবর নতুন করে এখন আবার উঠে আসছে৷ সলমন খান নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন, মঙ্গলবার রাতে তাঁকে অ্যাসিড দিয়ে হামলা করা হয়৷ শরীরের ২০ শতাংশ পুড়ে যায় এই হামলায়৷ তাঁকেও হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে সলমনের চিকিৎসা চলছে৷ মার খেয়ে হাসপাতালে ভর্তি আকিল সৈফি নামে গোকুলপুরীর বাসিন্দাও৷ তিনি বলেছেন, ‘মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ যখন আমি কাজ থেকে ফিরছিলাম৷ তখন হঠাৎ আমাকে থামিয়ে দেয় উন্মত্ত জনতা৷ আমার মোটর সাইকেল আটকে রেখে আমার ওপর হামলা চালান হয়৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Al-hind hospital, Delhi Violence