#শ্রীনগর: মানবতার থেকে বড় ধর্ম আর কিছু নেই ৷ আর সেটাই আরও একবার প্রমাণ করল কাশ্মীরের এই ঘটনা ৷ এই সময় জম্মু-কাশ্মীরে প্রচন্ড তুষারপাত চলছে ৷ ফলে স্বাভাবিক ভাবেই যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের ৷ এরই মধ্যে সমস্ত বাধা উপেক্ষা করে কাশ্মীরি পন্ডিতের মৃতদেহ নিজের কাঁধে নিয়ে ৫ কিলোমিটার হাঁটলেন মুসলিম প্রতিবেশি ৷ এবং তাঁর সৎকার করলেন ৷
সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিত পরিবারের বৃদ্ধ সদস্যের হাসপাতালে মৃত্যু হয় ৷ তাঁর মৃতদেহ নিয়ে যখন অ্যাম্বুল্যান্স গ্রামে যাচ্ছিল বরফের জেরে রাস্তায় আটকে যায় গাড়িটি ৷ গ্রামে পৌঁছনোর ৫ কিলোমিটার আগে গাড়িটি আটকে যায় ৷ সেই সময় ঠিক কী করা উচিৎ কেউ বুঝতে পারছিলেন না ৷ এরকম পরিস্থিতিতে মৃত ব্যক্তির মুসলিম প্রতিবেশি সে খবর জানতে পেরে বাড়ি থেকে বেরিয়ে অ্যাম্বুল্যান্সের দিকে হাঁটতে শুরু করেন ৷ তাঁর মৃতদেহ কাঁধে নিয়ে ৫ কিলোমিটার হেঁটে গ্রামে নিয়ে আসেন ৷
স্থানীয়রা জানিয়েছেন, সোপিয়ানে গোনা কয়েক কাশ্মীরি পণ্ডিতের পরিবার রয়েছে ৷ এখানে প্রত্যেক পরিবারের তরফে একজন করে থাকেন ৷ ভাস্কর নাথের মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া ৷ এলাকাসীরা জানিয়েছে, সকলেই এখানে পরিবারের মতো থাকে এবং সকলে সকলের সুখ-দুঃখে এগিয়ে আসে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jammu And Kashmir