#চণ্ডীগড়: পঞ্জাবের ভাটিন্ডায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ! শিখ মহিলার শেষকৃত্য সম্পন্ন করে নজির গড়লেন এই মুসলিম পরিবার ৷ জানা গিয়েছে, মহিলার পরিবার তার মৃতদেহ নিতে অস্বীকার করেন ৷ এরপরই তাদের প্রতিবেশী এক মুসলিম পরিবার মহিলার শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেই ৷ প্রতিবেশীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সবাই ৷
তিনি আরও জানান মৃত্যুর পর তার মোবাইল থেকে ছেলে ও মেয়ের নম্বর পেয়ে তাদের ফোন করে মৃত্যুর খবর জানানো হয় ৷ কিন্তু তারা মায়ের মৃতদেহ নিতে অস্বীকার করে ৷ ১৯৯৯ সালে রানি চাচির ডিভোর্স হয়ে গিয়েছে বলে জানায় তার ছেলে ৷ এরপর থেকেই একা থাকতেন তিনি ৷ এতদিন পর্যন্ত তার পরিবার সম্বন্ধে কেউ কিছু জানতেন না ৷ কিন্তু পরিবারের সদস্যরা যখন তার মৃতদেহ নিতে অস্বীকার করে তখন তার শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় প্রতিবেশী মুসলিম পরিবার ৷ শিখ নিয়ম মেনেই তার শেষকৃত্য করা হয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।