হোম /খবর /দেশ /
রাজস্থানের মরুভূমিও ফেল! দেশের মধ্যে সবথেকে বেশি গরমে পুড়ছে বাংলার এই দুই জেলা

Hottest cities in India: রাজস্থানের মরুভূমিও ফেল! দেশের মধ্যে সবথেকে বেশি গরমে পুড়ছে বাংলার এই দুই জেলা

আগামী চার দিন তীব্র তাপপ্রবাহের আশঙ্কা বাংলায়৷

আগামী চার দিন তীব্র তাপপ্রবাহের আশঙ্কা বাংলায়৷

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বাঁকুড়া ছাড়াও প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে রাজধানী দিল্লি।

  • Local18
  • Last Updated :
  • Share this:

দিল্লি: তীব্র দাবদাহে পুড়ছে উত্তর থেকে দক্ষিণ৷ হাতেগোনা কয়েকটি পাহাড়ি এলাকা বাদ দিলে দেশের অধিকাংশ জায়গাতেই পারদ চল্লিশ ছুঁই ছুঁই অথবা তারও উপরে৷

যে শহরগুলির তাপমাত্রা সর্বাধিক, সোমবার ভারতীয় আবহবিজ্ঞান দফতরের পক্ষ থেকে তার একটি তালিকা সোমবার প্রকাশ করা হয়েছে৷ দেখা যাচ্ছে, সেই তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থান যৌথভাবে দখল করা দুটি শহরই পশ্চিমবঙ্গের৷ ভারতীয় আবহবিজ্ঞান দফতরের তালিকা বলছে, সোমবার দেশের উষ্ণতম দুটি জায়গা ছিল মুর্শিদাবাদ এবং বাঁকুড়া৷ মুর্শিদাবাদে পারদ ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে৷ কিছুটা পিছিয়ে দু নম্বরে ছিল বাঁকুড়া৷

আরও পড়ুন: আর কত দিন তাপপ্রবাহ, গরম হাওয়া? কবে মিলবে স্বস্তি, বড় আপডেট দিল হাওয়া অফিস

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বাঁকুড়া ছাড়াও প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে রাজধানী দিল্লি। সেখানে টানা দ্বিতীয় দিন তাপপ্রবাহ চলছে। এ ছাড়াও আহমেদাবাদ, রাজস্থানের চুরু, চণ্ডীগড় এবং অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়াতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে।

এরই মধ্যে দিল্লিবাসীর জন্য সামান্য আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। দিল্লিতে বুধবার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এটুকু বাদ দিলে পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে আগামী চার দিন তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকছে। উত্তর পশ্চিম ভারতেও মঙ্গল এবং বুধবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আগামী তিন দিন মহারাষ্ট্রে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে৷ এ ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, বিহার এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে৷

আবহাওয়া দফতর অবশ্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে৷ আগামী চারদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Bankura, Murshidabad, Weather Alert