Home /News /national /
চলন্ত উবরে হেনস্থার শিকার মহিলা সাংবাদিক

চলন্ত উবরে হেনস্থার শিকার মহিলা সাংবাদিক

Image Source- Facebook

Image Source- Facebook

চলন্ত অ্যাপ ক্যাব উবরে হেনস্থার শিকার মহিলা সাংবাদিক ৷ মহিলা সহযাত্রীর হাতে প্রহৃত হলেন সাংবাদিক ৷ ঘটনাস্থল মুম্বই ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷

 • Share this:

  #মুম্বই: চলন্ত অ্যাপ ক্যাব উবরে হেনস্থার শিকার মহিলা সাংবাদিক ৷ মহিলা সহযাত্রীর হাতে প্রহৃত হলেন সাংবাদিক ৷ ঘটনাস্থল মুম্বই ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ তবে, উবর কর্তৃপক্ষ তদন্তে কোনওরকম সহযোগিতা করেননি বলে ট্যুইট করে জানিয়েছেন ওই নিগৃহীতা ৷

  আরও পড়ুন:  দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, পর্যটকদের সুরক্ষায় নয়া পদক্ষেপ প্রশাসনের

  ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে ৷ ট্যুইট করে নিগৃহীতা জানিয়েছেন, সোমবার অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি ৷ উবর শেয়ার ক্যাবে সিট বুক করে ফিরছিলেন তিনি ৷ সেই সময়ই সহ মহিলা যাত্রীর আক্রমণের মুখে পড়েন তিনি ৷ অভিযুক্ত মহিলার দাবি, ‘তিনিই সবথেকে বেশি টাকার বিল মেটাচ্ছেন ৷ অথচ তিনি সবার পরে নামবেন বাড়িতে ৷ এমন কেন হবে ?’ আর এর পরেই ওই মহিলা সাংবাদিকের উপর চড়াও হন ওই মহিলা ৷ তার চুলের মুঠি ধরে টানতে থাকে সে ৷ এমনকী, অশ্লীল ভাষায় গালাগালি করে বলেও অভিযোগ করেন ওই সাংবাদিক ৷

  গোটা ঘটনাটির ছবি তুলতে যান ওই সাংবাদিক ৷ সেই সময় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেয় অভিযুক্ত মহিলা ৷ মোবাইল ভেঙে ফেলার হুমকিও দেয় সে ৷ এহেন অবস্থায় কোনওরকমে গাড়ি থেকে নেমে পালিয়ে যান নিগৃহীতা ৷ এরপর থানায় অভিযোগ জানাতে গেলে উবর চালকের কাছ থেকে অভিযুক্ত মহিলার নাম ঠিকানা জানতে চান সাংবাদিক ৷ কিন্তু সেই সময়ও তাঁকে উবর চালক কোনও সহযোগিতা করেননি বলে অভিযোগ করেন সাংবাদিক ৷

  আরও পড়ুন: সন্তান না হওয়ার শোকে মানসিক অবসাদে আত্মঘাতী দম্পতি !

  যদিও পরে উবর কর্তৃপক্ষের তরফ থেকে এই ঘটনাটির জন্য ক্ষমা চেয় নিয়েছে এবং ঘটনাটির তদন্তে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছে তারা ৷ যদিও এমন আকস্মিক ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কায় পড়েছেন ওই সাংবাদিক ৷ তাঁর মত, পুলিশকেই তদন্তে কোনওরকম সহযোগিতা করছেন না উবর কর্তৃপক্ষ ৷ তাহলে উবরে সাধারণ নিত্যযাত্রীদের নিরাপত্তা কোথায় ?

  First published:

  Tags: App Cab, Journalist, Mumbai, Uber Cab

  পরবর্তী খবর