• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মুম্বই জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন

মুম্বই জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন

Photo: News 18 Hindi

Photo: News 18 Hindi

ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হল মুম্বই জুড়ে ৷ কঙ্কন উপকূলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার জেরেই ভারী বৃষ্টির সতর্কতা ৷

 • Share this:

  #মুম্বই: ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হল মুম্বই জুড়ে ৷ কঙ্কন উপকূলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার জেরেই ভারী বৃষ্টির সতর্কতা ৷ আগামী বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন ৷

  মুম্বই-ই নয় ৷ কঙ্কন এবং গোয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ৷ এছাড়াও দক্ষিণ কঙ্কনের রত্নাগিরি এবং সিন্ধুদুর্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ যার জেরে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে ৷

  মধ্য মহারাষ্ট্রের একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে ৷ সতর্ক করা হয়েছে প্রশাসনকেও ৷ গুজরাতেও জারি সতর্কতা ৷ সাধারণ মানুষকে আগে থেকেই সতর্ক করা হয়েছে ৷ এমনকী, বৃষ্টি চলাকালিন খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷

  গত বছর ২৯ অগস্টে ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিপাতের সাক্ষী ছিল বাণিজ্য নগরী ৷ ভারী বৃষ্টির জেরে স্তব্ধ হয়েছিল গোটা মুম্বই ৷

  First published: