জোয়ারের কারণে সমুদ্রে বিপজ্জনক ঢেউ উঠতে শুরু করেছে। সঙ্গে প্রবল হাওয়া দেওয়ায় এবং বৃষ্টিপাতের ফলে তা যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে৷ জোয়ারের কারণে সমুদ্রের আরও বিপজ্জনক হয়ে উঠছে।
বৃষ্টির কারণে তৈরি হওয়া পরিস্থিতি মোকাবিলার জন্য মহারাষ্ট্রে এনডিআরএফের ১৬ টি দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৫ টি মুম্বাইয়ে পোস্ট করা হয়েছে। এ ছাড়া কোলাহাপুরে ৪ টি দল, সাঙ্গালিতে ২ টি এবং ১-১ টি দল সাতারা, থানে, পালঘর, নাগপুর এবং রায়গাদে মোতায়েন করা হয়েছে।
High tide hits Mumbai's Marine Drive, amid heavy rainfall pic.twitter.com/AO9ewSFeOB
— ANI (@ANI) August 6, 2020
ভারী বর্ষা ও হাওয়ার কারণে বুধবার রায়গড় জেলার জওহরলাল নেহেরু বন্দর ট্রাস্টে মোতায়েন থাকা তিনটি উচ্চ-ক্ষমতার ক্রেন উল্টে গিয়েছে, তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
#WATCH Maharashtra: High tide hits Mumbai's Marine Drive amid heavy rainfall in the city. pic.twitter.com/wIMrNKmpit
— ANI (@ANI) August 6, 2020
মুম্বই শহরের একাধিক জায়গা জলমগ্ন, ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার, বিপর্যস্ত সিগনালিং ব্যবস্থা, ট্রেন ও বাস পরিষেবাও অচল হয়ে গিয়েছে । রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। জোয়ারের কারণে সমুদ্র আরও বিপজ্জনক হয়ে উঠছে।