• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • 'লকডাউন' ৫টি কুখ্যাত সংশোধনাগারে, বন্দি থেকে কর্মী কেউই আসতে পারবেন না বাইরে

'লকডাউন' ৫টি কুখ্যাত সংশোধনাগারে, বন্দি থেকে কর্মী কেউই আসতে পারবেন না বাইরে

Representative Image

Representative Image

যেখানে ছিলেন সঞ্জয় দত্ত, সম্পূর্ণ লকডাউন হল সেই সংশোধানাগার সহ আরও ৪, মহারাষ্ট্র জুড়ে করোনার বাড়বাড়ন্তের জন্যই এই সিদ্ধান্ত৷

 • Share this:

  #মুম্বই: করোনার জেরে আপাতত সম্পূর্ণ লকডাউন হল মহারাষ্ট্রের ৫টি সংশোধনাগার৷ গোটা মহারাষ্ট্র জুড়ে করোনার মারাত্মক প্রভাব৷ তার মধ্যে মুম্বই, পুণে এবং থাণে শহরে তার প্রকোপ সবথেকে বেশি৷ সেই কারণেই আপাতত ৫টি জেল পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন৷ একপ্রকার সিল করে দেওয়া হল ৫টি কুখ্যাত সংশোধানাগার৷ যার মধ্যে রয়েছে পুণের ইয়েরওয়াড়া জেল, যেখানে দীর্ঘদিন কাটিয়ে এসেছেন সঞ্জয় দত্ত৷ এছাড়াও রয়েছে মুম্বইয়ের আর্থার রোড জেল, বাইকুল্লা জেল এবং থাণে ও কল্যাণরে জেল৷

  যেহেতু এই জায়গাগুলিতে করোনা মারাত্মকভাবে বিস্তর ঘটিয়েছে, তাই এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার৷ শুধুমাত্র বন্দিরাই নন, যে সব জেল কর্মীরা রয়েছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর, তাদেরও রেখে দেওয়া হবে জেলেই৷ এইভাবেই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চাইছেন কর্তৃপক্ষ৷ সবকিছুর বন্দবস্ত সংশোধনাগারের ভিতরই করতে হবে৷

  জেলে কোনও নতুন বন্দি আসতে পারবেন না৷ কেউ বাইরেও যেতে পারবেন না৷ আধিকারিকের নম্বর দেওয়া থাকছে পরিবারের সদস্যদের৷ প্রয়োজনে বন্দিদের কথা তাদের থেকেই ফোন জানতে পারবেন তারা৷

  Published by:Pooja Basu
  First published: