#মুম্বই: এবার অন্তত আপনি নাহু নাহু করবেন না ৷ দু’চাকা নিয়ে বেরনোর আগে মনে করে হেলমেটটি মাথায় গলাবেন ৷ কারণ আপনাকে খোদ হেলমেট পরতে ‘সাহায্য’ করছেন ‘চায়ে পি লো আন্টি’ ৷ মিষ্টি করে হেসে হেলমেট পরার অনুরোধও জানিয়েছেন ৷ মুম্বই পুলিশের বিশ্বাস, এবার অন্তত ট্রাইফ আইন মেনে হেলমেট পরবেন সকলে ৷ হ্যাঁ, চালক ও আরোহীকে হেলমেট পরায় উৎসাহ দিতে এমনই অভিনব পন্থা নিয়েছে মুম্বই পুলিশ ৷ ফলে আমদানি হয়েছে ‘চায়ে পি লো আন্টি’র ৷ ডান্সিং আঙ্কেল-এর পর এখন নতুন ইন্টারনেট সেনসেশন এই আন্টি ৷
আরও পড়ুন: ট্রেনের রান্নাঘরে কড়া নজর, মোবাইলেই দেখুন কীভাবে হচ্ছে রান্না !
সোমবতী মহাওয়ার নামের ওই মহিলা সম্প্রতি সকলকে হেলমেট পরার অনুরোধ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন ৷ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি ৷ এরপরেই নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করে মুম্বই পুলিশও ৷ ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরে বসে সোমবতী বিকেলের চা-পান করছেন ৷ এবং চা খেতে খেতেই সকলকে তিনি পথসচেতনতার পাঠ দিচ্ছেন ৷ ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা, সকলে হেলমেট পরে নিন ৷ যাতে বাড়িতে আবার নিশ্চিন্ত হয়ে চা-পান করতে পারেন ৷’ কিছুক্ষণের মধ্যেই #ChaiPiLo Aunty ট্যুইটারে সমস্ত লাইম লাইট কেড়ে নেয় ৷
আরও পড়ুন:চার বছর পর পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Hello Fraaands! Helmet pehan lo... to have a Safe-Tea at home! #RoadSafeTEA pic.twitter.com/MoGTYzK8wU
— Mumbai Police (@MumbaiPolice) June 13, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Awareness, Chai Pi Lo Anty, Mumbai Police, Road Safety, Twitter, Viral Video