Home /News /national /
নাবালক ছেলেকে Mercedes Benz উপহার দিলেন মুম্বইয়ের বিধায়ক

নাবালক ছেলেকে Mercedes Benz উপহার দিলেন মুম্বইয়ের বিধায়ক

নতুন জামা বা ভিডিও গেমস নয় ৷ জন্মদিন উপলক্ষে নিজের নাবালক ছেলেকে বিলাসবহুল Mercedes Benz Convertible উপহার দিলেন মুম্বইয়ের বিধায়ক রাম কদম ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: নতুন জামা বা ভিডিও গেমস নয় ৷ জন্মদিন উপলক্ষে নিজের নাবালক ছেলেকে বিলাসবহুল Mercedes Benz Convertible উপহার দিলেন মুম্বইয়ের বিধায়ক রাম কদম ৷

  বেশ কয়েকদিন আগেই দেশজুড়ে যখন নোট সংকট চলছিল তখন মেয়ের বিয়েতে ৫০০ কোটি টাকা খরচ করার জন্য শিরোনামে এসেছিলেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডি ৷ এবার নাবালক ছেলেকে মার্সিডিজ উপহার দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়িয়েছেন মুম্বইয়ের বিধায়ক ৷

  পশ্চিম মুম্বইয়ের ঘাটকোপারের বিধায়ক রাম কদম, ১৯ নভেম্বর ছেলে ওম আর কদমের জন্মদিনে তাকে এই উপহার দেন ৷ এরপর খুশিতে ট্যুইটারে নতুন গাড়ির সঙ্গে ছেলের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল আমার ছেলের জন্য ৷ জন্মদিনে উপহার হিসেবে আমি এই গাড়িটি ছেলেকে দিলাম ৷’ ট্যুইট করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোক তাদের মতামত জানাতে শুরু করেন ৷ উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েকজন ৷ তবে এই উদ্বেগ বিধায়ক বা তার ছেলের জন্য নয় ৷ বরং রাস্তায় বা ফুটপাথে বসবাসকারী মানুষের জন্য ৷ এর আগে বহুবার এমন ঘটনা প্রকাশ্যে এসেছে যখন মদ্যপ অবস্থায় ধনী বা প্রভাবশালী ব্যক্তিদের সন্তানরা দুর্ঘটনা ঘটিয়েছেন  ৷ বেশ কয়েকজন আবার কদমকে  ছেলের জন্য ড্রাইভার রাখার পরামর্শ দিয়েছেন ৷ তাদের মতে নাবালক ছেলেকে কোনও ভাবেই গাড়ি চালানোর জন্য উৎসাহিত করার কোনও প্রয়োজন নেই ৷ অন্যদিকে, বেশ কয়েকজন ছোটবেলায় পাওয়া জন্মদিনের উপহার নিয়েও আলোচনা করেন ৷      

  First published:

  Tags: Aum R kadam, Bengali News, Convertible Mercedes, ETV News Bangla, MLA gifts son convertibe Mercedes, Mumbai MLA, Mumbai MLA Gifts Minor Son A Convertible Mercedes

  পরবর্তী খবর