#মুম্বই: গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে চলছে মিছিল৷ জেএনইউ-র ঘটনার নিন্দায় সরব হয়ে বিভিন্ন জায়গায় চলছে ধিক্কার মিছিল৷ দিল্লির ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে৷ মুম্বইয়ের ধিক্কার মিছিলে অংশ নেন প্রচুর ছাত্রছাত্রী৷ টাটা ইনস্টিটিউট ফর সোশ্যাল সায়েন্স, পুণে ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়ারা সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দেন জেএনইউয়ের ছাত্রদের৷ তেমনই এমন প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন এই বৃদ্ধ৷ মাথার চুলে পাক ধরেছে ঠিকই, কিন্তু এখনও ব্যবহারে ধরা পড়েছে স্বতঃস্ফূর্তা৷ তাই তো সাবলীলভাবে ধিক্কার মিছিলে নেচে মাত করলেন তিনি৷ পড়ুয়াদের আজাদির স্লোগানের সঙ্গে মন খুলে নাচলেন তিনি৷
আরও পড়ুন CCTV-র হাড়হিম করা ফুটেজ! পার্কিং-এ থাকা গাড়ির ওপর কীভাবে হামলা হল দেখুন...
এই ব্যক্তির পরিচয় জানা যায়নি৷ তবে তিনি উৎসাহী জনতার ভিড়ে নিজেকে উজার করে যথেষ্ট জনপ্রিয় হয়েছেন৷ প্রতিবাদ করার জন্য কোনও বয়স হয় না, সেটাই প্রমাণ করলেন এই বৃদ্ধ৷ পড়ুয়াদের সমর্থনে মুম্বইয়ে পথে নেমেছিলেন বেশ কিছু তারকা৷ যার মধ্যে ছিলেন অনুরাগ কাশ্যপ, সানন্দ কিরকিরে, বিশাল ভরদ্বাজ সহ আরও অনেকে৷ তারা এসে গান গেয়েছেন, পড়ুয়াদের স্লোগানের সঙ্গে হাততালি দিয়েছেন, গলাও ফাটিয়েছেন৷ কিন্তু এই বৃদ্ধ তার নাচে যেন সকলকে আরও উদ্বুদ্ধ করলেন৷ তাই তার ভিডিও ছেয়ে গেল সোশ্যাল মিডিয়ায়৷
This is how India feels at the moment... pic.twitter.com/jvOpl4F9M0
— Arfa Khanum Sherwani (@khanumarfa) January 7, 2020
৩০ সেকেন্ডের এই ভিডিওর ভিউ হয়েছে প্রায় ৫০ হাজার৷ সঙ্গে রিট্যুইটও হয়েছে৷ এখন সকলের একটাই প্রশ্ন, কে এই মানুষটি৷ আজাদি স্লোগানের সঙ্গে সত্যিই যেন একাত্ম হয়ে গিয়েছিলেন তিনি৷ প্রাণ খুলে নাচলেন তিনি, তালে তাল মিলিয়ে৷ দেখুন সেই নাচ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।