• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Mumbai Gateway Of India Accident: পাঁচিলে বসে সেলফি তুলতে গিয়ে সমুদ্রের জলে পড়ে গেলেন মহিলা ! তারপর ?

Mumbai Gateway Of India Accident: পাঁচিলে বসে সেলফি তুলতে গিয়ে সমুদ্রের জলে পড়ে গেলেন মহিলা ! তারপর ?

Photo: Video Grab

Photo: Video Grab

ওই ২৩ বছরের মহিলাকে এরপর উদ্ধার করেন এক ৫৫ বছরের ফোটোগ্রাফার ৷ নিশ্চিত মৃতুর হাত থেকে বাঁচান ৷

 • Share this:

  মুম্বই: পাঁচিলের উপর বসে সেলফি তুলতে গিয়ে এক মহিলা পিছলে পড়ে গেলেন সমুদ্রের জলে ৷ মুম্বইয়ের কোলাবায় তাজমহল হোটেলের ঠিক সামনে এই দুর্ঘটনা ঘটে সোমবার সকালে ৷ ওই ২৩ বছরের মহিলাকে এরপর উদ্ধার করেন এক ৫৫ বছরের ফোটোগ্রাফার ৷ ঘটনার সময় তিনিই সেখানে উপস্থিত ছিলেন ৷ এবং মহিলাকে সমুদ্রের জলে পড়ে যেতে তিনিই সবচেয়ে প্রথমে দেখেন ৷

  সেলফি তোলার সময় মহিলাকে পড়ে যেতে দেখেন ফটোগ্রাফার গুলাব চাঁদ গৌঢ় ৷ প্রথমে তিনি স্থানীয় লোকদের সঙ্গে ছুটে গিয়ে পুলিশকে খবর দেন ৷ মহিলাকে জলের মধ্যে ভেসে থাকতে দেখে টিউবটায়ার এবং দড়িও ফেলা হয় ৷ কিন্তু তা মহিলার হাতের নাগালে আসছিল না ৷ আর দেরি করলেই মহিলাকে বাঁচানো অসম্ভব, বুঝতে পেরে নিজেই সমুদ্রের জলে ঝাঁপ দেন গুলাব চাঁদ ৷ মহিলাকে বাঁচিয়ে দড়ি বেয়ে এরপর উপরে উঠে আসেন ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: