#মুম্বই: মহিলা সহকর্মীর পোশাক বদলের দৃশ্য ভিডিও রেকর্ড করে মোবাইলের মাধ্যমে বাকিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার মুম্বইয়ের সরকারি হাসপাতালের এক চিকিৎসক ৷ ২৯ বছরের অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে জুহু পুলিশ ৷ জানা গিয়েছে, ওই মহিলার ফোনের মেমরি কার্ড চুরি করেছিলেন অভিযুক্ত ৷ কিন্তু কেন, তা এখনও জানতে পারেনি পুলিশ ৷
অভিযুক্ত ও তার সহকর্মী সরকারি হাসপাতালের কোয়ার্টারের একই ফ্লোর থাকতেন ৷ সহকর্মীর অজান্তেই একদিন তাঁর পোশাক বদল মোবাইলে রেকর্ড করে ২৯ বছরের ওই চিকিৎসক। এরপর নিজের বাকি বন্ধুদের তা দেখায় ৷ মহিলার আরেক বন্ধু যিনি মুম্বইয়ের অন্য একটি সরকারি হাসপাতলে কাজ করেন ভিডিওটি দেখে তাকে জানায় ৷
প্রথমে হতবাক হয়ে যান মহিলা ৷ এরপর বাকি চিকিৎসকদের জিজ্ঞাসা করে অভিযুক্তকে চিহ্নিত করতে পারেন ৷
এরপর জুহু থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে ৩৫৪ (হেনস্তা), ৩৭৯ (চুরি) এবং ৬৭ এ (অশালীন ভিডিও প্রকাশ) ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ অভিযুক্ত চিকিৎসক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তার দাবি ব্যক্তিগত আক্রোশ রয়েছে এর পিছনে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Man arrested for filming woman changing clothes, Molestation, Mumbai doctor films woman colleague changing clothes