হোম /খবর /দেশ /
অবশেষে আশার আলো, মুম্বইয়ের ধারাভিতে আচমকাই কমল করোনা আক্রান্তের সংখ্যা

অবশেষে আশার আলো, মুম্বইয়ের ধারাভিতে আচমকাই কমল করোনা আক্রান্তের সংখ্যা

এশিয়ার বৃহত্তম বস্তি এলাকা, ২.১ বর্গকিলোমিটার জুড়ে যেখানে প্রায় ৮ লক্ষ মানুষের বাস, সেই ধারাভিতে আচমকা কমল করোনা আক্রান্তের সংখ্যা

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: অবশেষে খানিকটা আশার আলো। এশিয়ার বৃহত্তম বস্তি এলাকা, ২.১ বর্গকিলোমিটার জুড়ে যেখানে প্রায় ৮ লক্ষ মানুষের বাস, সেই ধারাভিতে আচমকা কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে ৬ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। বৃহস্পতিবারই ধারাভি থেকে মিলেছিল ২৫ করোনা আক্রান্তের খোঁজ।

শুক্রবার ধারাভিতে কোভিড-১৯-এর প্রকোপে মৃত্যু হয়েছে একজনের। গোটা ধারাভিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২২০, মৃত্যু হয়েছে ১৪ জনের। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ধারাভিতে দেড় লক্ষ মানুষ রয়েছেন কনটেনমেন্ট জোনের মধ্যে। এলাকায় তৈরি হয়েছে ফিভার ক্যাম্প। সেখানে এখনও পর্যন্ত ৫০ হাজার মানুষের স্ক্রিনিং হয়েছে। পাশাপাশি গোটা বস্তি এলাকায় চলছে টেম্পারেচার স্ক্রিনিং। জারি রয়েছে আইসোলেশন ও কোয়ারেন্টাইন পদ্ধতি। যদিও ধারাভির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা কার্যত অসম্ভব। ওই এলাকায় বেশ কয়েকটি হটস্পট চিহ্নিত করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেখানে বাড়ি বাড়ি খাবার ও অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: COVID-19 Hotspot, Mumbai dharavi