• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ

ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ

Shloka Mehta with Ambani Family. Photo: News18

Shloka Mehta with Ambani Family. Photo: News18

 • Share this:

  #মুম্বই: চলতি বছর ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিলায়্যান্স গ্রুপের উত্তরাধিকারী। জানা গিয়েছে, মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি চলতি বছরের ডিসেম্বরে মু্ম্বইয়ে বিয়ে সারতে চলেছেন। পাত্রী বিশ্বের বৃহত্তম হিরে সংস্থা রোজি ব্লু ডায়মন্ডের কর্ণধার রাসেল মেহতার ছোট মেয়ে শ্লোকা মেহতা। আগামী জুনে তাঁদের এনগেজনমেন্ট হতে চলেছে ৷

  আরও পড়ুন: দেশের প্রথম বুলেট ট্রেনের কাজ ৮০ শতাংশই শেষ

  মুকেশ আম্বানি এবং রাসেল মেহতা একে অপরকে বহুদিন ধরেই চেনেন। সেই সূত্রেই আকাশ ও শ্লোকার বন্ধুত্ব। দু’জনে একসঙ্গেই ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনাও করেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে ৷ যা দেখে জানা গিয়েছে গোয়ায় প্রি ওয়েডিং পার্টিতে মিলিত হয়েছিল দুই পরিবূার ৷ একই সঙ্গে আম্বানি পরিবারের সঙ্গে মু্ম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরেও পুজো দিতে গিয়েছিলেন মুকেশ আম্বানির হবু পুত্রবধূ ৷

  Ambani family visits Mumbai's Siddhivinayak Temple

  মুকেশ ও নীতা আম্বানির সবচেয়ে বড় যমজ সন্তান আকাশ এ ইশা। রিলায়েন্স জিও-র ব্যবসায় বাবার সঙ্গ দিচ্ছেন আকাশ। আর ২০০৯ সালে স্কুলের গণ্ডী পেরিয়ে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজি পড়তে যান শ্লোকা । লন্ডন স্কুল অফ ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইন নিয়ে মাস্টার্স করেন। ২০১৪ সালে শ্লোকা রোজি ব্লু ফাউন্ডেশন নামে একটি এনজিও চালু করেন ৷

  First published: