Home /News /national /
জিও-র পরিকল্পনা প্রথম মাথায় এসেছিল মেয়ে ইশার, জানালেন মুকেশ আম্বানি

জিও-র পরিকল্পনা প্রথম মাথায় এসেছিল মেয়ে ইশার, জানালেন মুকেশ আম্বানি

File Photo

File Photo

ভারতের টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও ৷ প্রযুক্তিগতভাবে প্রথম সারির এই সংস্থা ভারতকে ডিজিটাল অর্থনীতিতেও পথ দেখিয়েছে।

 • Share this:

  #মুম্বই: ভারতের টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও ৷ প্রযুক্তিগতভাবে প্রথম সারির এই সংস্থা ভারতকে ডিজিটাল অর্থনীতিতেও পথ দেখিয়েছে। ডেটা নির্ভর মোবাইল দুনিয়ায় গুণগত মানের সঙ্গে কোনও আপস না করে ভারতকে নতুন দিশা দেখিয়েছে রিলায়েন্স জিও।

  ২০১৬ সালে ৫ সেপ্টম্বর টেলিকম জগতে বিপ্লব নিয়ে এসেছিল মুকেশ আম্বানির সংস্থা জিও ৷ সস্তায় ৪জি ডেটা পরিষেবা নিয়ে এসে বাজারে শোরগোল ফেলে দিয়েছিল জিও ৷

  কিন্তু জানেন কি জিও-র পরিকল্পনা প্রথম কার মাথায় এসেছিল ৷ রিল্যায়েন্স জিও-র কর্ণধার মুকেশ আম্বানি জানিয়েছেন,

  ২০১১ সালে জিও-র আইডিয়া প্রথম তাঁর মেয়ের ইশার মাথায় এসেছিল ৷ বৃহস্পতিবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা জানেন মুকেশ আম্বানি ৷ তিনি জানান, ইশা বাড়িতে ছুটিতে এসেছিলেন ৷ একটি কোর্সওয়ার্ক জমা দেওয়ার ছিল ৷ কিন্তু বাড়িতে বসে কাজ করার সময় সে জানায় যে বাড়ির ইন্টারনেট কানেকশন খুব খারাপ ৷ ইশা ও আকাশ আমাকে বোঝায় যে ইন্টারনেট পরিষেবা এই প্রজন্মের জন্য কতটা গুরুত্বপূর্ণ ৷

  ভারতের মোবাইল মার্কেট কব্জা করা জন্য প্রায় ৩১ বিলিয়ান ডলার খরচা করেছিল তাঁর সংস্থা ৷ এবার আরও উন্নত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ায় জিও-র মূল লক্ষ্য ৷

  First published:

  Tags: Isha Ambani, Mukesh Ambani, Reliance Jio

  পরবর্তী খবর