#তাডেপল্লি: রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের কর্ণধার মুকেশ আম্বানি দেখা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির সঙ্গে৷ এদিন তাডেপল্লির ক্যাম্প অফিসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি৷ অন্ধপ্রদেশের বিপুল জয় পেয়ে ক্ষমতায় আসার পর জগনমোহন রেড্ডির সঙ্গে মুকেশ আম্বানি শনিবার প্রথম বারের জন্য দেখা করলেন৷
অন্ধ্রপ্রদেশের রিলায়েন্সের বিভিন্ন প্রকল্প নিয়ে দু’জনের মধ্যে এদিন কথা হয়েছে৷
মুকেশ আম্বানির সঙ্গে এদিন ছিলেন তাঁর ছেলে অনন্ত ও রাজ্যসভা সাংসদ পরিমল নাথওয়ানি৷ অমরাবতী থেকে শনিবার সন্ধ্যা ৭ নাগাদ ফিরবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের কর্ণধার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ap, Mukhesambani, Reliance companies, Ys jagan