#ভোপাল: কথায় বলে সংসারে একাধিক বাসন একসঙ্গে থাকলে তাতে ঠোকাঠুকি লাগবেই । স্বামী-স্ত্রী’র মধ্যেও মতের অমিল হতেই পারে । ভিন্ন মত থেকে ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটিও হয় । কিন্তু তার জন্য এমন ভয়াবহ পদক্ষেপ নেওয়াকে ঘৃণ্য অপরাধ বললেও কম বলা হয় ।
স্বামীর কাজ অপছন্দ হওয়ায় তাঁর মুখে ফুটন্ত তেল ঢেলে দেওয়ার ঘটনা যেমন চূড়ান্ত অমানবিক, তেমনই তা নিন্দনীয় । এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায় । টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ৩৫ বছরের ওই ব্যক্তি বর্তমানে মারাত্মক জখম নিয়ে হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ।
জানা গিয়েছে, শিবকুমারী আহিরওয়ার ও অরবিন্দ আহিরওয়ারের সংসারে নিত্য অশান্তি লেগেই থাকত । অরবিন্দ দিন মজুরি করে সংসার চালাতেন । প্রায়শই তাঁর কাজ থেকে ফিরতে দেরি হত । আর এই নিয়েই স্ত্রী’র সঙ্গে তাঁর ঝামেলা হত । পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত পরশু দিনও দু’জনের মধ্যে একই বিষয় নিয়ে ঝামেলা বেঁধেছিল । তখন পরিবারের লোকেরা তা সামাল দেয় ।
কিন্তু শেষরক্ষা হয়নি এ দিন । সোমবার ভোর পাঁচটা নাগাদ যখন পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমাচ্ছেন, তখনই রাগের বশে জঘন্য কাজটি করে শিবকুমারী । ফুটন্ত তেল ঢেলে দেয় ঘুমন্ত স্বামীর মুখের উপর । এরপরেই অরবিন্দর চিৎকারে পরিবারের অন্যান্যরা ছুটে আসেন । তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বুন্দেলখন্ড মেডিক্যাল কলেজে । গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি রয়েছেন তিনি ।
শিবকুমারী দেবীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ । ঘটনার তদন্ত চলছে ।