হোম /খবর /দেশ /
জমি দখল করে কুয়োর উপরেই মন্দির! মধ্যপ্রদেশে কুয়ো-বিপর্যয়ে প্রাণ হারাল ৩৫

Madhya Pradesh temple tragedy: জমি দখল করে কুয়োর উপরেই মন্দির! মধ্যপ্রদেশ মন্দির বিপর্যয়ে দুর্বল মেঝে প্রাণ কাড়ল ৩৫ জনের

এই দুর্ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিমং চৌহান মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷

আরও পড়ুন...
  • Share this:

মধ্যপ্রদেশ: রামনবমীর দিনই মধ্যপ্রদেশের ইনদওরের একটি মন্দিরে ভয়ঙ্কর দুর্ঘটনা। কুয়োর উপরে থাকা কংক্রিটের ছাদ ভেঙে অন্ধকূপে পড়ে প্রাণ হারালেন ৩৫ জন। ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনা চলাকালীন বেলেশ্বর মহাদেব মন্দিরে পুজো চলছিল। পুজো দেখতে ভিড় করেছিলেন প্রায় ৩০-৪০ জন ভক্ত। কিন্তু, অভিযোগ, এত জনের ভার বহন করার মতো করে তৈরি করা হয়নি ওই মন্দিরের মেঝে। আর ওই মেঝের ঠিক নীচেই ছিল ৪০ ফুট গভীর কুয়ো, যার মধ্যে ৯ ফুট পর্যন্ত জল ছিল। পুজো চলাকালীন হঠাৎই হুড়মুড়িয়ে নীচে ভেঙে পড়ে ওই মেঝে। অন্ধকূপে ঢুকে যায় মেঝের উপরে দাঁড়িয়ে থাকা ৩০-৪০ জন পুণ্যার্থী।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে আরও দামী হচ্ছে ওষুধ! কোন কোন ওষুধ আছে তালিকায় জেনে নিন আগে ভাগে

ইনদওরের কালেক্টর ইলাইয়ারাজা সংবাদসংস্থা এএনআইকে বলেন, "মোট ৩৫ জন মারা গিয়েছেন। একজন নিখোঁজ। ১৪ জন মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ২ জনকে প্রাথমিক চিকিৎসার পরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তির উদ্দেশে খোঁজ চলছে।"

তবে এদিনের দুর্ঘটনার জন্য ইনদওর মিউনিসিপাল কর্পোরেশনকে দায়ী করছেন দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারের একাংশ। মন্দিরটি দেখাশোনার দায়িত্বে রয়েছে বেলেশ্বর মহাদব ঝুলেলাল টেম্পল ট্রাস্ট নামে একটি বেসরকারি সংগঠন। অভিযোগ, তাঁদের বিরুদ্ধে গত বছর অর্থাৎ, ২০২২ সালের এপ্রিলেই একটি অভিযোগ জমা পড়েছিল পুরসভার কমিশনারের কাছে।

আরও পড়ুন: আর ফ্রি নয়! এবার থেকে UPI পেমেন্টেও দিতে হবে বাড়তি টাকা, ১ এপ্রিল থেকে চালু নতুন নিয়ম

অভিযোগ পত্রে দাবি করা হয়েছিল, ওই সংস্থা সংশ্লিষ্ট জমি অনৈতিক ভাবে দখল করেছে এবং আশপাশের জমিও বেআইনি ভাবে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযোগপত্রে লেখা ছিল, যে জায়গায় মন্দিরটি তৈরি হয়েছে, তা আগে একটি খোলা বাগান ছিল। জায়গাটি প্রথমে দখল করে বলা হয়, সেখানে একটি ওয়াটার ট্যাঙ্ক তৈরি হবে। পরে জমিতে থাকা কুয়োর উপরেই আরেকটি মন্দির তৈরি করা হয়। এখন আরও জমি দখল করে আরও একটি মন্দির নির্মাণ করা হচ্ছে। যদিও তখন সেই অভিযোগ অস্বীকার করেন মন্দির কর্তৃপক্ষ।

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, এই মন্দির চত্বর ১০০ বছরেরও বেশি পুরনো। তাঁদের দাবি ছিল, এই নোটিস আসলে ধর্মীয় বিষয়ে নাকগলানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এতে সাধারণ মানুষের ভাবাবেগে আঘআত লাগতে পারে বলেও জানিয়েছিলেন তাঁরা। কারণ তাঁদের দাবি ছিল, এই মন্দির চত্বর ১০০ বছরেরও বেশি পুরনো।

যদিও এলাকাবাসীর একাংশের দাবি, সমস্ত পদ্ধতি মেনে, বৈজ্ঞানিক উপায়ে নতুন মন্দির তৈরি হলে এই দুর্ঘটনা বোধহয় ঘটত না।

এই দুর্ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিমং চৌহান মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Madhya Pradesh