#নয়াদিল্লি: সোমবার সংসদের শীতকালীন অধিবেশবনের প্রথম দিনই উপস্থিত ছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। মাকে সঙ্গে নিয়েই শীতকালীন অধিবেশনে যোগ দিতে যান মিমি। পার্লামেন্টে মায়ের সঙ্গে ছবিও তোলেন তিনি। সই ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করতেই লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায় ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়া সেই ছবি দেখে প্রশংসায় ভাসিয়ে দেন নেটিজেনরা ৷ সকলেই মিমির এই পদক্ষেপকে অভিবাদন জানান ৷
সংসদভবনে গিয়ে কেঁদে ফেলেন মিমির মা তাপসী চক্রবর্তী ৷ এর আগে মেয়েকে অভিনয় করতে দেখেছিলেন তিনি ৷ এবার অন্যরূপে মেয়েকে দেখে স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন তাপসী ৷
1st day of parliament session with mommy pic.twitter.com/qOCS6YOVft
— Mimssi (@mimichakraborty) November 18, 2019