corona virus btn
corona virus btn
Loading

রাস্তায় পুরুষের ভিড়, তার মাঝেই জামা ছিঁড়ে অর্ধনগ্ন অবস্থায় হাঁটানো হল যুবতীকে, ভিডিও ভাইরাল...

রাস্তায় পুরুষের ভিড়, তার মাঝেই জামা ছিঁড়ে অর্ধনগ্ন অবস্থায় হাঁটানো হল যুবতীকে, ভিডিও ভাইরাল...
মধ্যপ্রদেশের ভাইরাল ভিডিও...
  • Share this:

#ভোপাল: রাস্তায় পুরুষের ভিড়৷ তার মাঝেই এক ১৯ বছরের যুবতীকে প্রায় অর্ধনগ্ন অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে৷ তিনি হাঁটছেন মাথা নীচু করে৷ আর পাশে থাকা মানুষগুলো সপাটে পিটিয়ে চলেছেন তাকে৷ যুবতী আর্তনাদ করছেন, কিন্তু জনতার রোষে তা শোনা দায়৷ ভিড়ের মধ্যে যারা রয়েছেন, তারা অধিকাংশই যুবতীর পরিবারের লোকজন! দেড় মিনিটের এই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল৷ ভিডিওটিও শ্যুট করেছেন মেয়েটির এক আত্মীয়৷

অন্য জাতের ছেলের সঙ্গে প্রেম৷ মানতে পারেনি মেয়ের বাড়ির লোকেরা৷ অতএব বাড়ির মেয়েকে ভয় দেখাতে ও সবক শেখাতে এই দশা করেছেন তারা৷ মেয়ের আত্মসম্মানের কোনও পরোয়াই করেন না তারা৷ কারণ তাদের কাছে বাড়ি ও জাতের সম্মানই বেশি৷ মেয়েটি ভিলালা উপজাতির৷ ভালবেসে ছিলেন ভিল উপজাতির ছেলেকে৷ সেই নিয়েই সমস্যার শুরু৷ যার জেরে এই ঘটনা৷

আরও পড়ুন উত্তরপ্রদেশের স্কুলে মিড ডে মিলে নুন-রুটি! খবরের সত্যতা মানলেন রাঁধুনিও

ভিডিওটি সামনে আসতেই ছড়িয়ে পড়ে৷ এই নিয়ে কেউ কোনও অভিযোগ না জানালেও, স্বতঃপ্রণদিত মামলা করে পুলিশ৷ আপাতত মেয়েটি ও তার বাবার নিখোঁজ৷ গ্রামের সারপঞ্চেরও দেখা নেই৷ তদন্তের খাতিরে এদের খোঁজ চালাচ্ছে পুলিশ৷ ঘটনা মধ্যপ্রদেশের আলিরাজপুর গ্রামের৷

First published: September 6, 2019, 12:02 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर