#হায়দরাবাদ: সব মৃত্যুই বেদনাদায়ক। তেলেঙ্গনার সূর্যপেট জেলার কুকারাম গ্রামে তিন সন্তানের জননীর বেদনাদায়ক মৃত্যু ঘটল। দোমালা শ্রীলতা (২৩ বছর) বয়সের ওই মহিলা তার দুই মাসের ছেলেকে খাবার খাইয়ে ঘরের কাজ করছিলেন। এমন সময় অতর্কিতে হামলা চালায় বেশ কয়েকটি হনুমান।
ভয় পেয়ে তাড়াহুড়ো করে দৌড়ে বাড়ির ভেতর ঢুকতে গিয়ে পা পিছলে পড়ে যায় ওই মহিলা। মাথায় গভীর চোট লাগার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তিন মাস আগেই তার পুত্র সন্তান হরশিতের জন্ম হয়। এছাড়াও চার বছরের একটি ছেলে ( বিট্টু),দুই বছরের মেয়ে (যামিনী) এবং স্বামীকে নিয়ে ছিল তার ভরা সংসার। শ্রীলতার এই আকস্মিক মৃত্যুতে পরিবার এবং প্রতিবেশীরা দুঃখে ভেঙে পড়েছেন। তিনটি সন্তান এভাবে মাকে হারাবে মেনে নিতে পারছেন না কেউ।
Rohan Roy Chowdhury
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Monkey