#নয়াদিল্লি: আর্থিক ঝিমুনির আবহে কিছুক্ষণের মধ্যেই মোদি সরকারের বাজেট। বাজেট নিয়ে কী প্রত্যাশা রাজ্যবাসীর? মানুষের হাতে বাড়তি টাকা দিতে আয়করের হার কমবে বলে প্রত্যাশা। রেল থেকে মধ্যবিত্তের পকেটে কতটা স্বস্তি দেবে নির্মলা সীতারামনের বাজেট --- সেই দিকেই তাকিয়ে দেশবাসী। বাড়ছে প্রত্যাশার পারদ। সকাল ১১টায় সংসদে সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী ৷ তার আগে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ব্যস্ত হনুমান আরাধনায় ৷
শনিবার মোদি সরকারের অর্থমন্ত্রকের দ্বিতীয় অগ্নিপরীক্ষা ৷ সংসদে জন্য রওনা হওয়ার কিছু আগেই বাসভবনে হনুমানজির আরতি ও পুজো করলেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ বাজেট পেশের আগে অনুরাগ ঠাকুরের এই বিশেষ পুজো সকলের নজর কেড়েছে ৷ অনেক আশা৷ প্রতিবছরের মতো এ বারও৷ আশা পূরণ হবে কি? নির্মলার লাল খাতায় কী রয়েছে, তা জানা যাবে বেলা ১১টায় ৷ তার আগে পুজো শেষে তিনি জানালেন, মোদি সরকারের নীতি সবকা সাথ, সবকা বিকাশ ৷ সেই দিকেই নজর রেখে পেশ করা হবে বাজেট ৷’ আর্থিক সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের বৃদ্ধির হার গত ১১ বছরে সর্বনিম্ন৷ তাই এই মুহূর্তে দেশে সবচেয়ে বড় সমস্যা হল মানুষের হাতে টাকা নেই৷ তাই বিভিন্ন মহলের একটা অন্যতম প্রত্যাশা হল, আয়করের ঊর্ধ্বসীমায় ছাড়৷ একই সঙ্গে গ্রামীণ ভারতের উন্নয়ন৷ কিন্তু দেশের এখন যা আর্থিক হাল, তাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে কোনও ম্যাজিক আশা না-করাই ভালো৷Delhi: MoS Finance Anurag Thakur offers prayers at his residence, ahead of the presentation of the Union Budget 2020-21 in the Parliament today. pic.twitter.com/dZrhl9v7c5
— ANI (@ANI) February 1, 2020
MoS Finance Anurag Thakur: Modi govt believes in 'sabka sath, sabka vikas.' We received suggestions from across the country. The government is making efforts that this budget is good for all. #Budget2020 https://t.co/h72WcINpkK pic.twitter.com/0oOKqo8bfj
— ANI (@ANI) February 1, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Budget2020, MoS Finance Anurag Thakur, Nirmala sitaraman, Union Budget 2020