#নয়াদিল্লি: বিতর্ক, মতবিরোধ, হট্টগোল সর্বোপরি অনাস্থা প্রস্তাব- সবকিছুই ছিল এবছরের সংসদের বাদল অধিবেশনে । কিন্তু প্রায় ১৮ বছর পর এই বাদল অধিবেশন ছিল সবচেয়ে বেশি ফলপ্রসূ । এমনটাই বলছে সমীক্ষা ।
এবারের বাদল অধিবেশন শুরু হয় ১৮ জুলাই৷ শেষ হয়েছে ১০ অগস্ট । এই অধিবেশনে মোট ২০টি বেল পেশ করা হয়েছে যার মধ্যে ১৮টি বিল পাশ হয়েছে । পিআরএস লেজিসলেটিভ রিসার্চের রিপোর্ট অনু্যায়ী এই অধিবেশনে খুব কম সময়ই নষ্ট হয়েছে। লোকসভা তার নির্ধারিত সময়ের ১১০ শতাংশ সময় ও রাজ্যসভার নির্ধারিত সময়ের ৬৬ শতাংশই কাজে লাগিয়েছে ।
২০০০ সালের পর এই অধিবেশনে প্রায় ৯৯৯টি প্রাইভেট মেম্বার বিল পেশ করা হয়েছে । পরিসংখ্যান বলছে আইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সবথেকে বেশি সংখ্যক বিল পেশ করেছে । প্রশ্নোত্তর পর্বের নির্ধারিত সময়ের ৮৪ শতাংশ কাজে লাগিয়েছে লোকসভা । রাজ্যসভার ক্ষেত্রে সংখ্যাটি ৬৮% ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Monsoon session 2018, Parliament