#বুন্দেলখণ্ড: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, প্রতি বছর ২ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন যুব সম্প্রদায়ের জন্য৷ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পড়ে যাবে৷ কোথায় সে সব প্রতিশ্রুতি৷ মানুষকে ধোকা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ রবিবার মধ্যপ্রদেশে এ ভাবেই প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷
এ দিন সাগরে সভায় রাহুল বলেন, 'মোদিজি তো বলেছিলেন, এ দেশে প্রতি বছর ২ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন৷ বিদেশ থেকে কালো টাকা দেশে ফিরিয়ে ১৫ লক্ষ টাকা করে নাকি অ্যাকাউন্টে পড়ে যাবে৷ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি৷'
প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিদেশে গচ্ছিত ভারতীয়দের কালোটাকা দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ এ দিন সেই প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতি বলেন, 'মোদিজি যখন কথা বলেন, বাজে শব্দ ব্যবহার করেন, মিথ্যে কথা বলেন৷ দেশের যুব সম্প্রদায়, জনসাধারণের বিশ্বাস ভেঙেছেন তিনি৷ এখন মোদিজি বক্তব্য রাখতে উঠলেই, লোকে বলেন, এ বার মিথ্যে কথা বলবেন৷'
এ দিন মধ্যপ্রদেশে রাহুল সাগর, দামো ও টিকমগড়ে তিনটি সভা করেন৷ রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও মোদিকে খোঁচা দেন রাহুল৷ বলেন, 'মোদিজি বলেছিলেন, দেশের প্রতিটি মহিলাকে রান্নার গ্যাস সিলিন্ডার দেবেন৷ দ্বিগুণ দামে গ্যাস সিলিন্ডার দিয়েছেন, কিন্তু কেরোসিন ছিনিয়ে নিয়েছেন, পেট্রোল অগ্নিমূল্য হয়ে গিয়েছে আর টাকা দিয়েছেন নীরব মোদিকে৷ এই সরকার নির্দিষ্ট ১৫-২০ জন শিল্পপতিকে সুবিধা পাইয়ে দিয়েছেন৷ নীরব মোদি ৩ হাজার ৫০০ কোটি টাকা নিয়ে পালিয়েছে আর বিজয় মালিয়া অরুণ জেটলির সঙ্গে হাত মিলিয়েছে৷'
ব্যাপম দুর্নীতি নিয়ে মধ্যপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে একহাত নিয়ে রাহুল বলেন, এই দুর্নীতি কয়েক হাজার যুবক-যুবতীর ভবিষ্যত্ নষ্ট করে দিয়েছে৷ মন্দসুরে কৃষকদের উপর গুলি চালিয়েছে শিবরাজ সরকার৷ একই সঙ্গে এ দিন কংগ্রেস সভাপতি আবার বলেন, মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারে ফিরলে ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব করে দেবেন৷
আরও ভিডিও: রাহুলকে ব্যঙ্গ মোদির
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India Assembly Election 2018, Madhya Pradesh Election 2018, Rahul Gandhi