#নয়াদিল্লি: বিহার নির্বাচনের ক্ষেত্রেও তিনি প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছিলেন। একের পর এক নানারকম প্রচার সভায় অংশ নিয়েছেন তিনি। একাধিক র্যালি ও সভায় তাঁকে দেখা গিয়েছে। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহার নির্বাচনের প্রথম ফেজের নির্বাচনের আগে বিশেষ বার্তা দিলেন ট্যুইটারে। তিনি হিন্দিতে লিখলেন, ‘আজ বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের নির্বাচন। বিহারের সাধারণ মানু্ষকে গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়ার জন্য আবেদন জানাই। তবে মাথায় রাখতে হবে কোভিড বিষয়ক সতর্কতার কথাও। দু’গজের দূরত্ব বজায় রাখুন, মাস্ক পড়ুন। মনে রাখবেন, প্রথমে মতদান, পরে জলপান।’
बिहार विधानसभा चुनावों में आज पहले दौर की वोटिंग है। सभी मतदाताओं से मेरा आग्रह है कि वे कोविड संबंधी सावधानियों को बरतते हुए, लोकतंत्र के इस पर्व में अपनी हिस्सेदारी सुनिश्चित करें। दो गज की दूरी का रखें ध्यान, मास्क जरूर पहनें। याद रखें, पहले मतदान, फिर जलपान!
— Narendra Modi (@narendramodi) October 28, 2020
প্রথম দফায় ৭১টি আসনের ভোটযুদ্ধে অগ্নিপরীক্ষার মুখে নীতীশ কুমারের আট মন্ত্রী ৷ ৭১ আসনের মধ্যে রয়েছে চার বিজেপি নেতা ও চার জেডিইউ নেতার আসন ৷ এদের মধ্যে লিটমাস টেস্টের মুখোমুখি কৃষি মন্ত্রী ও বিজেপি নেতা ডাক্তার প্রেম কুমার, জেডিইউ নেতা ও বিহারের শিক্ষা মন্ত্রী কৃষ্ণ নন্দন বর্মা, বিজেপি নেতা এবং শ্রম মন্ত্রী বিজয় কুমার সিনহা, বিহার সরকারের অনুসূচিত জাতি জনজাতি কল্যাণ মন্ত্রী বৃজকিশোর, বিহার সরকারের পরিবহন মন্ত্রী এবং জেডিইউ নেতা সন্তোষ কুমার নিরালা, গ্রামীণ কার্য মন্ত্রী ও জেডিইউ নেতা শৈলেশ কুমার, বিহার সরকারকে বিজ্ঞান ও কারিগরি মন্ত্রী জয় কুমার সিং এবং রাজস্ব মন্ত্রী রাম নারায়ণ মন্ডল ৷
উল্লেখ্য, ২০১৫ সালে বিহারের ভোট সমীকরণ ছিল অন্যরকম ৷ বিহার ভোটের প্রথম দফার এই ৭১টি আসনের মধ্যে সেবার আরজেডি, জেডিইউ ও কংগ্রেসের মহাজোটের ঝুলিতে গিয়েছিল ৫৪টি আসন ৷ আর সেবার এনডিএ পেয়েছিল মাত্র ১৫টি আসন ৷
তারপর কোশী নদী দিয়ে অনেক জল গড়িয়েছে ৷ লালু-নীতীশের শিবিরে ভাঙন ধরায় বদলে যায় সরকারের অঙ্ক ৷ সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ক্ষমতার সমীকরণ ৷ এখন একদিকে নীতীশের সঙ্গে জোট বেঁধেছে বিজেপি তো আরেকদিকে কংগ্রেসের মহাজোট ৷ যেখানে হাত শিবিরের সঙ্গে রয়েছে আরজেডি, বাম দল ৷ মহাজোট শিবিরের পদপ্রার্থী তেজস্বীর জনপ্রিয়তা শেষ দফায় বিহারে নয়া ফলাফলের সম্ভাবনা দেখাচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bihar Election 2020, Narendra Modi