দেশে থেকে পাকিস্তানকে মদতের অভিযোগ, বিরোধীদের আক্রমণ মোদির

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: ভারতে বসেই পাকিস্তানের হাত শক্ত করছেন বিরোধীরা। আজ কানপুরের সরকারি সভায় অভিযোগ করলেন নরেন্দ্র মোদি। এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলায় ফের বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উত্তর প্রদেশের মহাজোটকে মহাভেজাল বলেও কটাক্ষ করেন তিনি।

    ভোট ঘোষণার ঠিক আগে, শুক্রবার উত্তরপ্রদেশের কানপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। এদিন সরকারি মঞ্চ থেকেই এয়ার স্ট্রাইকের রাজনৈতিক ফসল ঘরে তুলতে তৎপর ছিলেন তিনি। বালাকোটে এয়ারস্ট্রাইকে জঙ্গি মৃত্যুর সংখ্যা জানতে চাওয়ায় বিরোধীদের আক্রমণও করেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর অভিযোগ, ভারতে বসেই পাকিস্তানের হাত শক্ত করছেন বিরোধীরা।

    উত্তরপ্রদেশে মায়া-অখিলেশের জোট গেরুয়া শিবিরের মাথাব্যথার কারণ। বিভিন্ন জনসভায় সেই জোটকে কটাক্ষও করেছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। এদিন প্রধানমন্ত্রীও সেই পথে হাঁটলেন।

    ভোটের মুখে সেনা-পাকিস্তান-এয়ার স্ট্রাইককে যে তিনি হাতিয়ার করতে চাইছেন প্রধানমন্ত্রীর ভাষণেই তা স্পষ্ট।

    First published:

    Tags: Airstrikes, India Pakistan Tension, Narendra Modi