#নয়াদিল্লি: একেবারে অন্য মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ নয়াদিল্লির ‘হুনরহাট’-এ পৌঁছে মেতে উঠলেন তিনি ৷ ঘুরলেন মেলার প্রত্যেকটি স্টলে ৷ তবে হঠাৎই মোদি দাঁড়িয়ে পেলেন পারকাসনস বিক্রির একটি দোকানে ৷ আর সেখানেই অন্য ভূমিকায় পাওয়া গেল নরেন্দ্র মোদিকে ৷
সেই ভিডিওই ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী ৷ ভিডিওতে দেখা গিয়েছে, স্টলের সামনে এসে হঠাৎই দাঁড়িয়ে পড়লেন মোদি ৷ তারপর স্টলে রাখা জলতরঙ্গ সামনে পেয়ে বাজাতে শুরু করলেন ৷
দেখুন সেই ভিডিও---
Trying my hand at some music in #HunarHaat... pic.twitter.com/LQDV2DWcyO
— Narendra Modi (@narendramodi) February 19, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hunar Hut, Jal Tarang, Narendra Modi, News, PM Narendra Modi, Tweet