হোম /খবর /দেশ /
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশু, ওষুধের ৬ কোটি শুল্ক মকুব করলেন মোদি

বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশু, ওষুধের ৬ কোটি শুল্ক মকুব করলেন মোদি

বিরল রোগে আক্রান্ত পাঁচ মাসের শিশুকন্যা তিরা কামাত। জন্ম থেকেই ভুগছে Spinal Muscular Atrophy (SMA) Type 1-এ। ওষুধের খরচ ১৬ কোটি টাকা, আসছে আমেরিকা থেকে, যার জন্য GST পড়ছে ৬ কোটি টাকা...

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: বিরল রোগে আক্রান্ত পাঁচ মাসের শিশুকন্যা তিরা কামাত। জন্ম থেকেই ভুগছে Spinal Muscular Atrophy (SMA) Type 1-এ। ওষুধের খরচ ১৬ কোটি টাকা, আসছে আমেরিকা থেকে, যার জন্য GST পড়ছে ৬ কোটি টাকা। স্বাভাবিকভাবেই দিশেহারা হয়ে পড়েছিলেন একরত্তির বাবা-মা! কিন্তু তিরার জন্য হৃদয়স্পর্শী পদক্ষেপ নিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নিজের উদ্যোগে মুকুব করে দিলেন সম্পূর্ণ জিএসটি।

Spinal Muscular Atrophy (SMA) Type 1-এ আক্রান্তের স্নায়ু কোষ সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। পেশি সঞ্চলানের উপর কোনও নিয়ন্ত্রণ থাকে না। এই চিকিৎসার প্রধান ওষুধ Zolgensma, যা আনাতে হবে আমেরিকা থেকে। গতবছর অক্টোবর এবং চলতি বছরের ডিসেম্বরে তিরা কামাতের মা বাবা প্রধানমন্ত্রীর কাছে তাঁদের সন্তানের অসুখের কথা জানিয়ে আবেদন জানান GST মুকুবের জন্য। সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানান, ওষুধের খরচ ১৬ কোটি টাকা। কিন্তু ২৩ শতাংশ ইমপোর্ট ডিউটি ও ১২ শতংশ জিএসটি-র কারণে বাড়তি ৬ কোটি টাকা যোগ হচ্ছে। সমস্ত অনুদান একত্রিত করে তাঁরা ১৬ কোটি টাকাই যোগার করতে পেরেছেন।

বিরোধীদলনেতা দেবেন্দ্র ফার্নোভিস প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠিতে অনুরোধ করেন, তিরা কামাতের ক্ষেত্রে জীবন রক্ষাকারী ওষুধ আমদানির ক্ষেত্রে সমস্তরকম শুল্কে যাতে ছাড় দেওয়া হয়। এর উত্তরে মোদি জানান, তিরার জন্য আমদানিকৃত জীবন-রক্ষাকারী ওষুধ শুল্কমুক্ত হবে। প্রধানমন্ত্রীর এহেন মর্মস্পর্শী পদক্ষেপকে বাহবা জানিয়ে ফার্নোভিস ফের চিঠি পাঠান প্রধানমন্ত্রীকে। লেখেন,  '' জীবন রক্ষাকারী ওষুধ আমদানি শুল্কমুক্ত করার  মানবিক ও দ্রুত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে  মন থেকে ধন্যবাদ জানাচ্ছি।''

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Narendra Modi