হোম /খবর /দেশ /
'সংসদের বিরুদ্ধে নয়, পাক নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ করুন,' CAA-বিরোধীদের মোদি

'সংসদের বিরুদ্ধে নয়, পাক নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ করুন,' CAA-বিরোধীদের বার্তা মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

  • Last Updated :
  • Share this:

#টুমাকুরু: নাগরিকত্ব আইনের প্রতিবাদে যখন গোটা দেশ উত্তাল, তখন কর্নাটকে সভায় সিএএ-র পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস ও অন্যান্য বিরোধীদলগুলির তীব্র সমালোচনা করে বললেন, 'গত ৭০ বছর ধরে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে পাকিস্তান৷ তার বিরুদ্ধে কেন আপনারা প্রতিবাদের ঝড় তুলছেন না?'

প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রতিবেশী দেশ থেকে আগত শরণার্থীদের পাশে দাঁড়ানো ভারতের সাংস্কৃতিক ও জাতীয় দায়িত্ব৷ মোদি বলেন, 'যারা সংসদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আমি তাঁদের বলতে চাই, বিশ্বের দরবারে পাকিস্তানের কীর্তি ফাঁস করা দরকার ছিল৷ আপনারা যদি প্রতিবাদ করতেই চান, তা হলে পাকিস্তান গত ৭০ বছর ধরে যা করে আসছে, তার বিরুদ্ধে আওয়াজ তুলুন৷ আপনাদের সেই দৃঢ়তা থাকা উচিত৷'  

সিদ্দাগঙ্গা মঠের কাছে সভায় মোদি বলেন, 'আপনারা যদি স্লোগান তুলতেই চান, তা হলে পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে স্লোগান তুলুন৷ র‌্যালি করতে চাইলে, সেই দলিত ও নিপীড়িতদের অধিকারের পক্ষে র‌্যালি করুন৷ ধর্নায় বসতে চাইলে, পাকিস্তানের কৃতকর্মের বিরুদ্ধে ধর্নায় বসুন৷'

এরপরই কংগ্রেসকে একহাত নিয়ে মোদি বলেন, 'সংসদের বিরুদ্ধে আন্দোলন করার পরিবেশ তৈরি করছে কংগ্রেস ও তার বন্ধু দলগুলি৷ যে ভাবে ওরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, সে ভাবেই এখন সংসদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে৷ পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মের ভিত্তিতে৷ স্বাধীনতার সময় থেকেই পাকিস্তানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে৷ বহু মানুষ ঘরছাড়া হয়ে ভারতের কাছে আশ্রয়ের জন্য এসেছেন৷ কংগ্রেস ও তার সহযোগিদের পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সময় নেই৷'

Published by:Arindam Gupta
First published:

Tags: CAA protest, Congress, Narendra Modi