#টুমাকুরু: নাগরিকত্ব আইনের প্রতিবাদে যখন গোটা দেশ উত্তাল, তখন কর্নাটকে সভায় সিএএ-র পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস ও অন্যান্য বিরোধীদলগুলির তীব্র সমালোচনা করে বললেন, 'গত ৭০ বছর ধরে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে পাকিস্তান৷ তার বিরুদ্ধে কেন আপনারা প্রতিবাদের ঝড় তুলছেন না?'
CAA manifests India’s ethos of harmony and compassion.
Sadly, the vested interest groups opposing the Act are now protesting against India’s Parliament. pic.twitter.com/P0cLCLN34T — Narendra Modi (@narendramodi) January 2, 2020
It was an honour to have visited the Sree Siddaganga Mutt in Tumakuru. Over the last several years, this Mutt has made a mark for its exceptional service. Their work towards educating and empowering the poor is noteworthy. pic.twitter.com/TulxeDVXsy — Narendra Modi (@narendramodi) January 2, 2020
সিদ্দাগঙ্গা মঠের কাছে সভায় মোদি বলেন, 'আপনারা যদি স্লোগান তুলতেই চান, তা হলে পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে স্লোগান তুলুন৷ র্যালি করতে চাইলে, সেই দলিত ও নিপীড়িতদের অধিকারের পক্ষে র্যালি করুন৷ ধর্নায় বসতে চাইলে, পাকিস্তানের কৃতকর্মের বিরুদ্ধে ধর্নায় বসুন৷'
My three requests to citizens: Focus on Fundamental Duties in addition to the Rights as enshrined in our Constitution. Conservation of the environment. Spread awareness and work towards water conservation. pic.twitter.com/RQSvh79ZiZ
— Narendra Modi (@narendramodi) January 2, 2020
এরপরই কংগ্রেসকে একহাত নিয়ে মোদি বলেন, 'সংসদের বিরুদ্ধে আন্দোলন করার পরিবেশ তৈরি করছে কংগ্রেস ও তার বন্ধু দলগুলি৷ যে ভাবে ওরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, সে ভাবেই এখন সংসদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে৷ পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মের ভিত্তিতে৷ স্বাধীনতার সময় থেকেই পাকিস্তানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে৷ বহু মানুষ ঘরছাড়া হয়ে ভারতের কাছে আশ্রয়ের জন্য এসেছেন৷ কংগ্রেস ও তার সহযোগিদের পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সময় নেই৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAA protest, Congress, Narendra Modi