#নয়াদিল্লি: ভাগাভাগির রাজনীতি, গণতন্ত্রের নামে প্রহসন, কাশ্মীর ভাগ, দুর্নীতি, কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধির নির্বাচন। বিষয় বেছে বেছে নেহরু-গান্ধি পরিবারকে চড়া সুরে আক্রমণ। সেইসঙ্গে তাঁর সরকারের চার বছরের খতিয়ান ও সাফল্য। রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ ঞ্জাপন ভাষণে কার্যত ২০১৯ সালের লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস সঙ্গ কতটা অমর্যাদার সেই তথ্য তুলে অসন্তুষ্ট এনডিএ শরিকদের বার্তা দিলেন তিনি।
গুজরাট ও রাজস্থানের উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পর রীতিমতো বেসামাল বিজেপি। সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রধানমন্ত্রীর ধন্যবাদঞ্জাপন ভাষণের ছত্রে ছত্রে তা ফুটে উঠল। বিরোধী হট্টগোলের মধ্যেই লোকসভায় ঝাড়া দেড়ঘন্টা বলেন প্রধানমন্ত্রী। ভাষণের শুরু থেকেই তাঁর নিশানায় ছিল কংগ্রেস। এদিন পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে ভাগাভাগির রাজনীতি ও গণতন্ত্র হত্যার অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। কাঠগড়ায় তুললেন নেহরু ও গান্ধি পরিবারকে। এদিন তিনি বললেন,
সামনেই কর্ণাটক সহ তিনটি বড় রাজ্য ভোট। তারপর লোকসভা নির্বাচন। কিন্তু এদিনই সংসদ থেকে কার্যত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন মোদি। কর্ণাটক ভোট নিয়ে কিছুটা অপ্রত্যাশিতভাবেই কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গেকে আক্রমণ করেন মোদি। মল্লিকার্জুন খাড়গেকে তীব্র কটাক্ষ মোদির,
তুললেন কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধির নির্বাচন প্রসঙ্গও। সেইসঙ্গে কংগ্রেস সঙ্গ কতটা অমর্যাদার তা মনে করিয়ে অসন্তুষ্ট এনডিএ শরিকদেরও বার্তা দিয়েছেন মোদি।
ভোটকে সামনে রেখেই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট গ্রামমুখী। কিন্তু মধ্যবিত্তের ভাঁড়ার শূন্য। প্রতিশ্রুতির কর্মসংস্থানই বা কোথায়? বিরোধীদের এই অভিযোগ-বিদ্রুপেরও কৌশলী জবাব দিয়েছেন মোদি। বলেন,
প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, কংগ্রেসী শাসনের বিষ ও অদূরদর্শিতার জের এখনও দেশের মানুষকে বয়ে বেড়াতে হচ্ছে। সেই দুর্দশা থেকে মুক্তির পথ খুঁজছে তাঁর সরকার। তিনি বলেন,
যদিও বিরোধীদের বক্তব্য, সংসদে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নন, একজন রাজনৈতিক নেতার বক্তৃতা দিয়েছেন মোদি। বিরোধীদের মূল প্রশ্নগুলির উত্তরই এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Kashmir Mess, Narendra Modi, Partition, PM At Parliament