#নয়াদিল্লি: জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছেন মোদি-মমতা। যদিও শুক্রবারের এই সম্মেলনে উপস্থিত থাকবেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন তার কালীঘাটের বাসভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন বলে নবান্ন সূত্রের খবর।
জি- ২০ সম্মেলনে বেশ কয়েকটি অনুষ্ঠান এ রাজ্যে হবে। এ জন্য ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের চারটি জায়গা।শিলিগুড়ির পাশাপাশি আরও কয়েকটি জায়গায় জি -২০ সম্মেলনের অনুষ্ঠান হবে। যার মধ্যে কলকাতার বাইপাস লাগোয়া একটি বেসরকারি হোটেলেও রয়েছে। মনে করা হচ্ছে, জি-২০ সম্মেলনে প্রতিটি রাজ্যের দায়িত্ব কী হতে চলেছে, এদিনের বৈঠকে তা নির্দিষ্ট করে বলে দেবে প্রধানমন্ত্রীর দফতর।
গত ৫ ডিসেম্বর জি-২০ সম্মেলন সংক্রান্ত আলোচনার খাতিরেই মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী হিসেবে। তবে, আজকের বৈঠক মুখ্যমন্ত্রী হিসেবেই যোগ দেবেন তিনি। এর আগের বৈঠকে মমতা জানিয়েছিলেন, জি -২০ সম্মেলনের যে সমস্ত অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পশ্চিমবঙ্গের উপরে দেওয়া হবে, রাজ্য সরকার তা যথাযথ ভাবে পালন করবে রাজ্য়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের খবর সামনে আসতেই মমতা- মোদির পৃথক বৈঠকের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু দিল্লিতে রওনা হওয়ার আগেই মমতা জানিয়ে দেন, এবার কোনও পৃথক বৈঠক হচ্ছে না। বৃহস্পতিবারই দিল্লি থেকে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এ রাজ্যে জি -২০ সম্মেলনে প্রস্তুতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়ে গিয়েছে। দেশবিদেশ থেকে বিভিন্ন যে সমস্ত অতিথি আসবেন, তাঁদের কী ভাবে স্বাগত জানানো হবে, কোন কোন জায়গায় এই সম্মেলনের অনুষ্ঠান করা হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই নবান্নের তরফে শুরু হয়েছে তৎপরতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।