#নয়াদিল্লি: একাধিক স্তরের নিরাপত্তা৷ সামাজিক দূরত্ব৷ করোনা আবহে ৭৪তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লালকেল্লা ঘিরে রেখেছিল ৪ হাজার নিরাপত্তারক্ষী৷ এছাড়াও ক্রমাগত ড্রোনের নজরদারি৷ ৩০০ ক্যামেরা ইনস্টল করা হয় লালকেল্লা চত্বরে৷
Opening up space sector will generate employment: PM Modi
Read @ANI Story| https://t.co/BLvmHFJQAm pic.twitter.com/cgNxWg21uf — ANI Digital (@ani_digital) August 15, 2020
শনিবার ৭৪তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে কী বললেন মোদি, রইল বিস্তারিত৷
#WATCH Delhi: PM Narendra Modi greets people at the Red Fort, after addressing the nation on #IndependenceDay. pic.twitter.com/R8RULlSTkl
— ANI (@ANI) August 15, 2020
১. করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের আমি নত মস্তকে প্রণাম করছি৷ দেশ আপনাদের স্যালুট করছে আজ৷
২. আমাদের বীর জওয়ানদের প্রতি আমার প্রণাম৷ সীমান্ত আগলে রেখে সর্বদা আমাদের রক্ষা করছেন৷ দেশবাসী তাঁদের বলিদানকে স্যালুট করছে৷
৩. আত্মনির্ভর ভারতের মাধ্যমে ভারত আগামী দিনে অন্য উচ্চতায় পৌঁছবে৷ ইতিহাস সাক্ষী আছে, ভারত যা স্থির করে করবে, তা করেই ছাড়ে৷ ১৩০ কোটি জনতার মন্ত্র আত্মনির্ভর৷
৪. এই দেশ, দেশবাসী, আমরা সবাই বিশ্বাস করি বাসুদেব কুটুম্ববকম৷ গোটা বিশ্বই একটি পরিবার৷
৫. আমি স্বীকার করছি, আত্মনির্ভর হতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে৷ আমরা আগে পিপিই কিট কোনও দিনও তৈরি করিনি৷ মাস্ক, ভেন্টিলেটরও না৷ আজ এই সবই আমরা বানাচ্ছি৷
৬. প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১৮ শতাংশ বেড়ে আগের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে৷ এই অতিমারির মধ্যেও বিদেশি সংস্থা বিনিয়োগের জন্য ভারতের উপরেই ভরসা করছে৷
৭.ভারতের আর্থিক গতি বাড়াতে কৃষি ও পরিকাঠামোগত উন্নয়নে জোর দেওয়াই লক্ষ্য৷
৮. আমরা শিক্ষার নতুন নীতি এনেছি৷ একুশ শতককে গড়বে এই শিক্ষানীতি৷ আমাদের ছাত্র-ছাত্রীরা শীঘ্রই নতুন ভারত গড়বে৷
৯. রাম জন্মভূমি বিতর্ক মিটে গিয়েছে৷ সম্প্রতি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপিত হয়েছে৷ ভাতৃত্ব ও সংহতি বজায় রাখার জন্য দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ৷
১০. জম্মু-কাশ্মীরে সরপঞ্চরা উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন৷ লাদাখেও প্রচুর উন্নয়নমূলক কাজ হচ্ছে৷ জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়নে আমরা বদ্ধপরিকর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Independence Day 2020