'আসুন সবাই মিলে জল সংরক্ষণ করি৷ অনেক দেরি হয়ে যাওয়ার আগে সবার সতর্ক হওয়া উচিত৷ এই বার্তা ছড়িয়ে দিতে সিনেমা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং আমি এর অংশ হতে পেরে খুব খুশি', বললেন অভিনেতা রাজকুমার রাও৷
Jan 26, 2021 21:18 (IST)
অমিত শাহ বলেলেন, 'মানব সভ্যতা নদীর আশেপাশে বেড়েছে। তাই আমাদের সভ্যতায় নদীগুলিকে 'মা' বলা হয়। তা গঙ্গা, গোদাবরী, নর্মদা বা যমুনা হোক।
Jan 26, 2021 21:14 (IST)
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, 'মিশন পানি ভারতে জল সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে এবং এটি জল সংরক্ষণের জন্য ভারত সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গেও মিল রয়েছে। মিশন পানি দলকে এটি সম্ভব করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।
Jan 26, 2021 21:12 (IST)
কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বললেন, 'আমি যখন কয়লা মন্ত্রী ছিলেম, তখন আমরা গ্রামগুলিতে বিতরণের জন্য জল প্রক্রিয়াজাতকরণ শুরু করি।
Jan 26, 2021 20:15 (IST)
রোজ জলের খোঁজে যাঁরা মাইলের পর মাইল হাঁটেন, তাঁদের সম্মানে ট্রেড মিলে ২১ কিলোমিটার হাঁটলেন অক্ষয় কুমার৷
Jan 26, 2021 20:08 (IST)
Jan 26, 2021 20:07 (IST)
জল সংরক্ষণ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে News18 এবং Harpic India যৌথ ভাবে মিশন পানি প্রচার অভিযান শুরু করেছে৷ মঙ্গলবার থেকে তার আনুষ্ঠানিক সূচনা হল৷ আসুন আপনিও এই অভিযানে সামিল হয়ে জল সংরক্ষণের সংকল্প নিন৷ কারণ জল থাকলেই তবেই ভবিষ্যতও থাকবে৷