#চেন্নাই: আমাদের দেশে বিয়েবাড়ির একটা আলাদা জলওয়া! প্রতিটি রাজ্যে আলাদা-আলাদা রীতি-রেওয়াজ, আলাদা সাজপোশাক, আর অতিথিদের কাছে বিয়েবাড়ির অন্যতম সেরা আকর্ষণ খাওয়াদাওয়া! বিয়েবাড়ির মেনুতে কী কী থাকল, তা রীতিমতো চর্চার বিষয়! কিন্তু করোনা আবহে শিকেয় উঠেছে বিয়েবাড়ির ভোজ! নিমন্ত্রিতর সংখ্যা এখন ১০০, কাজেই আমন্ত্রিতদের তালিকায় ঘ্যাঁচাং কাটছাঁট! কিন্তু করোনা আবহেও ছেলের বিয়েতে পেটপুড়ে খাওয়াতে চেয়েছিলেন চেন্নাইয়ের এক বাসিন্দা! যেমন ভাবা তেমনি কাজ! ছেলের বিয়ের জন্য ৭০০ জন আমন্ত্রিতের বাড়িতে হোম ডেলিভারির মাধ্যমেই ‘শাদি কা খানা’ পাঠালেন তিনি। অভিনব এই উপায়ে ৭০০ জন অতিথির বাড়িতেই পৌঁছে যায় বিয়ের কার্ড এবং অনুষ্ঠানের দিন মেনুতে থাকা সমস্ত খাবার। নিমন্ত্রণপত্রে অনুরোধ ছিল, কল্যাণ সাপ্পাড়ু অর্থাৎ বিয়ের খাবার গ্রহণ করার।
আরাসুভাই আরাসু ক্যাটারার নামে একটি ক্যাটারিং সংস্থা ১২ রকমের পদ রান্না করে। তালিকায় ছিল সাম্বার, রসম, পুলি সাধাম–সহ আরও অনেক কিছু। রং-রঙিন দুটি ব্যাগে দুটি বড় ও দুটিও ছোট টিফিনবক্সে কাবার পাঠানো হয়েছিল। সঙ্গে দেওয়া হয় কলপাতা।
লজিস্টিকস সংস্থা উনানু টেকনোলজিসের সাহায্যে ২৫০ জন অতিথির বাড়িতে মোট ৭০০ প্লেট খাবার ডেলিভারি করা হয়। নিউ নর্মালে অভিনব বিয়ের ভোজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল! পাত্রের বাবার বুদ্ধির তারিফ করেছেন নেটিজেনরা