গোয়ালিয়র: এখনও পর্যন্ত আপনি অবশ্যই অজান্তে কয়েন, পিন ইত্যাদি গিলে ফেলার ঘটনা শুনেছেন। কিন্তু মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় এক অনন্য ঘটনা সামনে এসেছে।
এক তরুণী রেগে গিয়ে আস্ত মোবাইল ফোন গিলে ফেলেছিলেন। বিষয়টি মেয়েটির পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন- প্রেমিক নিখোঁজ! জঙ্গল ছেড়ে ফেরার সঙ্গীও! দুই চিতার খোঁজে নাকাল বনকর্মীরা
সেখান থেকে তাঁকে গোয়ালিয়রের হাসপাতালে রেফার করা হয়। গোয়ালিয়রে আসার পর জেলা হাসপাতালের চিকিৎসকের দল সফলভাবে অপারেশন করে মেয়েটির পেট থেকে মোবাইল ফোন বের করে।
গোয়ালিয়রের জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ আর কে ধাকড় জানান, মেয়েটির পেট থেকে মোবাইল ফোন বের করা হয়েছে। মোবাইলটি গলা থেকে নেমে মেয়েটির পেটে পৌঁছে যায়। সেই কারণে তিনি অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন।
মেয়েটির আল্ট্রাসাউন্ড ও অন্যান্য পরীক্ষা করা হলে তাঁর পেটে মোবাইল ফোনের সঠিক অবস্থান পরিষ্কার হয়ে যায়। এর পর সার্জারি বিভাগের এইচওডি ডাঃ প্রশান্ত শ্রীবাস্তবের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল অপারেশন করে সফলভাবে মেয়েটির পেট থেকে মোবাইল ফোনটি বের করে দেয়। এতে মেয়েটি ব্যথা থেকে মুক্তি পেয়েছে।
আরও পড়ুন- কনফার্মড টিকিট ছাড়াও যেতে পারেন দূরপাল্লার ট্রেনে, কী ভাবে, জেনে নিতে পারেন
চিকিৎসকরা আরও বলেছেন, মানুষের গলা দিয়ে এত বড় জিনিস পেটে পৌছানোর ঘটনা এই প্রথম। তবে সফলভাবে অপারেশন করায় মেয়েটির জীবন রক্ষা পেয়েছে।
একজন মানুষের গলা দিয়ে এত বড় একখানা মোবাইল ফোন কী করে নেমে পেটে চলে গেল, তা চিকিৎসকরাও বুঝে উঠতে পারছেন না। তবে মেয়েটি আপাতত সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mobile