Home /News /national /
মদ্যপ বাবার লালসা! ঘুমের মধ্যেই ধর্ষিত ১৩-র মেয়ে

মদ্যপ বাবার লালসা! ঘুমের মধ্যেই ধর্ষিত ১৩-র মেয়ে

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই পরিবারটি রামপুরে ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন ৷ সে দিনই রাতে যখন তাঁদের ১৩ বছরের কন্যা ঘুমোচ্ছিল, সেই সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ঢুকে মেয়েকে ধর্ষণ করে ৷

 • Share this:

  #রামপুর: আবার বাবার লালসার শিকার মেয়ে! এ বার অকুস্থল উত্তরপ্রদেশের রামপুর৷ মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করল বাবা ৷ মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে ৷ ঘটনার কথা পুলিশি জেরায় স্বীকার করেছেন ওই ব্যক্তি৷

  পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই পরিবারটি রামপুরে ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন ৷ সে দিনই রাতে যখন তাঁদের ১৩ বছরের কন্যা ঘুমোচ্ছিল, সেই সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ঢুকে মেয়েকে ধর্ষণ করে ৷ মেয়েটির মা জানিয়েছেন, বাড়ি ফিরে দেখেন মেয়ে কাঁদছে ৷ সব ঘটনা খুলে বলে সে৷

  এরপর তাকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে ৷ পুলিশেও খবর দেন ৷ ধৃত ব্যক্তিকে জেরায় জানা গিয়েছে, প্রতিদিনই সে মদ খেয়ে বাড়িতে ঢোকে এবং কয়েক মাস ধরেই বেকার ৷ একটি পৃথক ঘটনায় শুক্রবার ৮ বছরের একটি মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মুজফ্ফরনগরে ৷ পুলিশের অনুমান, ওই মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷

  First published:

  Tags: Daughter, Rape, UttarPradesh

  পরবর্তী খবর